Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Topic started by: sarwarmhaque on November 20, 2013, 06:04:22 PM

Title: অক্সফোর্ড অভিধানে এবছরের সেরা শব্দ সেলফি
Post by: sarwarmhaque on November 20, 2013, 06:04:22 PM
২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে 'সেলফি'কে অক্সফোর্ড অভিধানে স্থান দেওয়া হয়েছে বলে জানান অভিধানটির সম্পাদকেরা। তারা এটাও জানান, কেবল গেল বছরেই ইংরেজি ভাষায় এ শব্দের ব্যবহার বেড়েছে ১৭ হাজার শতাংশেরও বেশি।
 
অভিধানে এবছর যুক্ত অন্যান্য শব্দের মধ্যে রয়েছে ‘টোয়্যার্ক’ –মিলি সাইরাসের নাচের একটি মুদ্রা, ‘বিঞ্জ-ওয়াচ’ –যার অর্থ বলা হচ্ছে অতিমাত্রায় টিভি দেখা এবং ‘শ্মিট’ –বায়োলোজিকাল টিস্যু থেকে তৈরি কৃত্রিম মাংস।
 

source:internet