Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: snlatif on November 22, 2013, 11:58:44 AM

Title: মানুষ ও শিম্পাঞ্জি-ব্যবধান কোথায়?
Post by: snlatif on November 22, 2013, 11:58:44 AM
মানুষের দেহে থাকা জাঙ্ক ডিএনএ এতদিন অবহেলার বিষয় ছিল। বৈজ্ঞানীরা মানতেনই না যে, এদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। তবে সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যাচ্ছে, শিম্পাঞ্জি এবং মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয় এই জাঙ্ক ডিএনএরাই।

এমনিতে শিম্পাঞ্জি আর মানুষের ডিএনএর মধ্যে মিল প্রায় ৯৯ শতাংশ। অমিল বলতে, মানুষের জিন স্ট্রাকচারের মধ্যেকার কিছু ‘ফাঁকা জায়গায়’ ঢুকে পড়েছে জাঙ্ক ডিএনএরা। এই জাঙ্ক ডিএনএরাই ঠিক করে দেয় বিভিন্ন জিনের কর্মসূচী। অন্তত এমনই দাবি করেছেন আমেরিকার জর্জিয়া ইন্সিটিউট অফ টেকনোলজির গবেষকরা। গবেষক দলের প্রধান জন ম্যাকডোনাল্ডের কথায়, “আমাদের গবেষণা থেকে স্পষ্ট যে মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে বিভেদ গড়ে দিতে জিনগুলির ক্রমপর্যায়ের থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জাঙ্ক ডিএনএগুলি।”


সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।
Title: Re: মানুষ ও শিম্পাঞ্জি-ব্যবধান কোথায়?
Post by: Mousumi Rahaman on September 11, 2018, 12:09:29 PM
 :)