Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: snlatif on November 22, 2013, 12:10:56 PM

Title: ব্যায়ামে পুরুষের মৃত্যুর ঝুঁকি বেশি !
Post by: snlatif on November 22, 2013, 12:10:56 PM
কঠোর পরিশ্রমের ব্যায়ামের সময় মেয়েদের চেয়ে পুরুষের মৃত্যুঝুঁকি ২০ গুণ বেশি। সম্প্রতি এক গবেষণায় তা জানতে পেরেছেন ফ্রান্স দেসর্তেজ ইউনিভার্সিটির একদল গবেষক। তারা বলেন, প্রতি ১০ লাখ পুরুষ ক্রীড়াবিদের মধ্যে ১০ জন হার্ট অ্যাটাকে মারা যায়। অন্যদিকে নারী ক্রীড়াবিদদের ক্ষেত্রে মৃত্যুর হার প্রতি ২০ লাখে একজন। 'মেডিকেল ডেইলি'র এক প্রতিবেদনে গবেষণার ওই ফল প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাইক্লিং, জগিং ও সুইমিংয়ের মতো কঠিন ব্যায়াম যারা করেন গবেষকরা তাদের ওপর জরিপ চালিয়েছেন। তারা লক্ষ্য করেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ব্যায়ামের এক ঘণ্টার মধ্যেই বেশির ভাগের মৃত্যু হয়েছে। গবেষকদের মতে, যারা কঠিন ব্যায়াম করেন তাদের মধ্যেই হৃদরোগে মৃত্যুর হার বেশি।
তারা জানান, সাইকেল চালানোর ব্যায়ামেই বেশি মৃত্যু ঘটে। এতে প্রতি ১০ লাখে ৬ দশমিক ৬ জন পুরুষ মারা যায়। এ ক্ষেত্রে নারী মৃত্যুর হার শূন্য দশমিক ৩, তবে সাঁতারে মৃত্যুর হার কম। এ ক্ষেত্রে মৃত্যুর হার প্রতি লাখে একজন পুরুষ এবং শূন্য দশমিক ২ জন নারী।

সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।
Title: Re: ব্যায়ামে পুরুষের মৃত্যুর ঝুঁকি বেশি !
Post by: Samia Nawshin on November 24, 2013, 12:27:35 AM
strange  :o
males have more stamina than females.
Title: Re: ব্যায়ামে পুরুষের মৃত্যুর ঝুঁকি বেশি !
Post by: jabedmorshed on November 24, 2013, 09:35:53 AM
I though it is opposite.
Title: Re: ব্যায়ামে পুরুষের মৃত্যুর ঝুঁকি বেশি !
Post by: sarwarmhaque on November 25, 2013, 06:52:53 AM
So, we need to do exercise carefully not too much to become healthy.
Title: Re: ব্যায়ামে পুরুষের মৃত্যুর ঝুঁকি বেশি !
Post by: Narayan on December 16, 2013, 09:31:50 PM
তাহলে কিভাবে চলবে......এই ধরনের ব্যায়াম একটু সতর্কতার সাথে করতে হবে।
Title: Re: ব্যায়ামে পুরুষের মৃত্যুর ঝুঁকি বেশি !
Post by: nadimhaider on December 28, 2013, 07:42:19 PM
hard to believe, thanks