Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: snlatif on November 22, 2013, 12:53:34 PM

Title: ডিমে ব্যক্তিত্বের প্রকাশ!
Post by: snlatif on November 22, 2013, 12:53:34 PM
নিজের ব্যক্তিত্ব কেমন, ভালো না মন্দ, সাধারণ নাকি স্বাতন্ত্র্য এমনসব বিষয় জানতে কমবেশি সবাই আগ্রহী। এটা কীভাবে জানা যাবে তা অবশ্য কেউ জানেন না। এ সমস্যার সহজ সমাধান করে দিচ্ছে ডিম। ডিম খাওয়ার ধরনেই জানা যাবে যে কারও ব্যক্তিত্ব। অন্তত ব্রিটিশ বিজ্ঞানীরা এমনটাই দাবি করছেন। ব্রিটিশ এগ ইন্ডাস্ট্র্রি কাউন্সিল ও মাইন্ডল্যাব ইন্টারন্যাশনাল যৌথভাবে ভোক্তাদের পছন্দ ও মানসিকতা নিয়ে গবেষণা করে এ দাবি করেছে। সেদ্ধ, পোচ, ভাজা কিংবা ঝুড়িভাজা এই কয়েক উপায়েই ডিম খাওয়া যায়। এর মধ্যে কোন ধরনের ডিম খেতে আপনি পছন্দ করেন, সেটি জানালেই জানা যাবে আপনার ব্যক্তিত্ব কেমন।
বিজ্ঞানীরা এক হাজার ১০ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর গবেষণা চালিয়ে দাবি করেছেন, পোচ ডিম পছন্দ করেন যারা তারা বহির্মুখী, সেদ্ধ ডিম পছন্দকারী অগোছালো, ভাজা ডিম পছন্দকারী উচ্চমাত্রায় যৌনাকাঙ্ক্ষী, ঝুড়িভাজা ডিম পছন্দকারী সতর্ক এবং ওমলেট পছন্দকারী নিয়মানুবর্তী।


সূত্রঃ:দেহ:: জীবনের ঠিকানা।