Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: snlatif on November 22, 2013, 10:07:24 PM
-
স্ক্যানার পেনটেস্টিং বাংলাদেশী স্ক্যানার গ্র“পের তৈরি অপারেটিং সিস্টেম। লিনাক্সের সংস্করণ উবুন্টু ও কালির সংমিশ্রণে তৈরি এটি। এতে রয়েছে ওয়েব সাইট এবং ওয়েব সার্ভারের বিভিন্ন দূর্বলতা বের করার সুবিধা ছাড়াও ভিওআইপি হার্ডওয়ার, সার্ভার টেস্টিং, নেটওয়ার্ক টেস্টিং, এন্ড্রয়েট মোবাইল টেস্টিং সুবিধা।
এছাড়াও স্ক্যানার অপারেটিং সিস্টেমে পাবেন তিন’শর বেশী টুলস যা বহুল আলোচিত কালি লিনাক্সে ব্যবহার করা হয়েছে এই কারণেই অল্প সময়েই অপারেটিং সিস্টেমটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সম্প্রতি বিনামূল্যের এ অপারেটিং সিস্টেম ইন্টারনেটে ছাড়া হয়েছে।
ডাউনলোড লিঙ্ক- http://sourceforge.net/projects/scannerzpentestingos
Source: Techtunes