Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: snlatif on November 22, 2013, 11:38:54 PM

Title: iCloud
Post by: snlatif on November 22, 2013, 11:38:54 PM
iCloud দিয়ে অনেক কিছু ব্যাকআপ করা যায়। যেমনঃ Contacts, Calendar, Reminder, Safari, Passbook, Keychain, Photos, Documents & Data. এছাড়া ...@me.com বা ...@iCloud.com জাতীয় iCloud আইডি থাকলে Mail, Notes ব্যাকআপ করা যায়। সকল ব্যাকআপ ইন্টারনেটে সেভ হয়ে থাকবে। তাই আইফোন চুরি হয়ে গেলেও এসকল গুরুত্বপূর্ণ তথ্য ফেরত পাওয়া যাবে। যেকোন অ্যাক্টিভ অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে iCloud অ্যাকাউন্ট খুলা যায়। শুধু Settings > iCloud > এ গিয়ে সাইন ইন করে Agree তে ক্লিক করলেই হবে। আর যদি আপনার আইফোনে iOS7+ থাকে তাহলে Find My iPhone অন করে আপনার আইফোন চুরি বা হারিয়ে গেলেও কেউ আর তা ব্যাবহার করতে পারবে না আপনার অ্যাপেল আইডি পাসওয়ার্ড না দিয়ে। তাই সবসময় যে অ্যাপেল আইডি পাসওয়ার্ড ব্যাবহার করবেন তা মনে রাখুন। কারণ আপনি নিজে ভুলে গেলেও অনেক সমস্যায় পড়বেন।

Courtesy: lokmanmlh