Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: mustafiz on November 23, 2013, 03:38:30 PM

Title: Dental care reduces the risk of heart disease
Post by: mustafiz on November 23, 2013, 03:38:30 PM
নিয়মিত দাঁতের যত্ন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘মেইলম্যান স্কুল অব পাবলিক হেলথ’ এর নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণায় দেখা গেছে, নিয়মিত মুখ, দাঁত ও মাড়ির যত্ন আথারোস্ক্লেরসিস-এর ঝুঁকি কমিয়ে দেয়। এতে করে হৃদরোগ এবং স্ট্রোক ও মৃত্যু ঝুঁকি কমে আসে।

দাঁতে প্লাক জমে গেলে হৃৎপিণ্ডের ধমনী সংকুচিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা দেখা দেয়।

গবেষকরা বলছেন, দাঁতের বিভিন্ন রোগ ও মাড়িতে ব্যাকটেরিয়ার অবস্থান ও প্রকৃতির ওপর আথারোক্লেরোসিসের আক্রান্ত হওয়ার আশঙ্কার যোগসূত্র আছে।

‘ওরাল ইনফেকশনস এন্ড ভাসকুলার এপিডেমিওলোজি স্টাডি’ (আইএনভিইএসটি) শীর্ষক এই গবেষণা চালানো হয় উত্তর ম্যানহাটনের ৬০ থেকে ৭৬ বছর বয়সী ৪২০ জনের ওপর। তাদের দাঁতে কোন সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এতে।

গবেষণায় অংশগ্রহণকারীদের দাঁত থেকে ৫০০০ এর বেশি প্লাক নমুনা সংগ্রহ করা হয়। এরপর দাঁতের বিভিন্ন রোগের জন্য দায়ী ১১ প্রজাতির ব্যাকটেরিয়া নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয়।

এছাড়া দাঁতের মাড়ির চারপাশের জলীয় অংশে থাকা ইন্টারলিউকিন- ১এ’র মাত্রাও পরিমাপ করা হয়।

এতে দেখা যায়, যারা নিয়মিত দাঁতের যত্ন নিয়েছেন তাদের দাঁতে প্লাকের পরিমাণ কমেছে।ফলে তাদের ক্ষেত্রে আথারোক্লেরোসিসে আক্রান্তের হারও অনেক কমে গেছে।
Title: Re: দাঁত পরিচর্যা হৃদরোগের ঝুঁকি কমায়
Post by: Saqueeb on November 23, 2013, 04:41:53 PM
nice post.
Title: Re: দাঁত পরিচর্যা হৃদরোগের ঝুঁকি কমায়
Post by: Farhana Israt Jahan on November 24, 2013, 10:22:52 AM
Good information..
Title: Re: দাঁত পরিচর্যা হৃদরোগের ঝুঁকি কমায়
Post by: Masuma Parvin on November 24, 2013, 10:53:00 AM
Thanks for sharing the nice post.
Title: Re: দাঁত পরিচর্যা হৃদরোগের ঝুঁকি কমায়
Post by: Kanij Nahar Deepa on November 24, 2013, 02:25:35 PM
Good info..