Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: sadia.ameen on November 28, 2013, 11:35:10 AM
-
স্মার্টফোন ও ট্যাবলেট পিসির মত পোর্টেবল ডিভাইসের ধারাবাহিক সাফল্যে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক ডিভাইস যার নাম স্মার্টওয়াচ। নামকরা টেকনোলজি কোম্পানিগুলো একের পর এক স্মার্টওয়াচ বের করায় খুব দ্রুত এটি জনপ্রিয়তা লাভ করেছে। জনপ্রিয়তার এই ধারা বজায় রাখতে সম্প্রতি স্যামসাং বের করেছে তাদের নতুন স্মার্টওয়াচ গ্যালাক্সি গিয়ার যার সাহায্যে মোবাইল পকেট থেকে বের না করেই ফোন ধরা, টেক্সট পাঠানো এমনকি মিডিয়া প্লে-ব্যাক ও পরিবর্তন করা যাবে।
বেশ সুন্দর ডিজাইনের এই ঘড়িটি আপাতত স্যামসাং গ্যালাক্সি নোট ৩ এবং গ্যালাক্সি নোট ১০.১ – এর সাথে ব্লুটুথ লো এনার্জি বা বিএলই এর মাধ্যমে যুক্ত হয়ে কাজ করতে পারবে। তবে স্যামসাং শীঘ্রই তাদের অন্যান্য ডিভাইসেও এটি কাজ করার উপযোগী করে বের করবে বলে আশ্বাস দিয়েছে।
১.৬ ইঞ্চির ৩২০*৩২০ পিক্সেল টাচ স্ক্রিনের এই ঘড়ির পাওয়ার বাটন চাপলেই স্ক্রিনে সময়, তারিখ, তাপমাত্রা এবং আবহাওয়া চিহ্ন দেখাবে। এমনকি এর ১.৯ মেগাপিক্সেল ক্যামেরায় ছবি তুললে সেটাও দেখাবে।
ঘড়িটিতে ৮০০ মেগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৪ গিগাবাইট স্টোরেজ রয়েছে যা অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। ঘড়ির পাওয়ার বাটনটি দুবার চাপলে ১৫ টি অপশন আসবে যেখান থেকে পছন্দ মত অপশন বেছে নেয়া যাবে।
তবে স্মার্টওয়াচটির সাহায্যে একবারে একটির বেশি কাজ করা যাবে না অর্থাৎ এতে মাল্টিটাস্কিং করা সম্ভব নয়। তবে এতে কনটাক্ট ও টেক্সট রাখা যাবে, সাথে ভয়েস রিকগনিশন অ্যাপ্লিকেশনও রয়েছে যা বেশ কার্যকরী।
এছাড়া অনেক ধরনের ফিচার থাকা সত্ত্বেও গ্যালাক্সি গিয়ারে বেশ কিছু অসুবিধাও রয়েছে। যেমন স্মার্টওয়াচটির ব্যাটারির মেয়াদ প্রয়োজনের তুলনায় অনেক কম। যেখানে একটি স্মার্টওয়াচ এক থেকে দু মাস চলাটা আশা করা হয় সেখানে এটি একদিন বা সর্বোচ্চ দুদিনের মত ব্যাকআপ দিতে সক্ষম।
তাছাড়া ই-মেইল এর সাথে স্মার্টওয়াচটির কোন কানেকশন নেই। অর্থাৎ আপনার ফোনে কোন ই-মেইল আসলে আপনি স্মার্টওয়াচে নটিফিকেশন পাবেন ঠিকই তবে ইমেইলটি পড়ে দেখার জন্য আপনাকে আপনার ফোনটিই চালু করতে হবে। ফলে এর মাধ্যমে আপনি প্রয়োজনীয় ই-মেইল দেখে নিতে পারবেন না।
এসব দিক বিবেচনা করলে স্মার্টওয়াচটির দাম তুলনামূলকভাবে অনেক বেশিই বলা যায়। বিক্রির ক্ষেত্রেও এর প্রতিফলন লক্ষ্য করা যায় কারণ আমেরিকায় বিক্রি হওয়া গ্যালাক্সি গিয়ারের প্রায় ত্রিশ শতাংশই ফেরত এসেছে কারণ স্যামসাং এর দাম নির্ধারণ করেছে ৩০০ ডলার এবং বাংলাদেশে এটি পাওয়া যাচ্ছে ২৮,৯০০ টাকায়।(priyo.com)