Daffodil International University
Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: mustafiz on November 28, 2013, 09:49:50 PM
-
যুক্তরাষ্ট্রের আরগন ল্যাবরেটরিতে এমন এক গবেষণা চলছে যাতে যানবাহনের জ্বালানি থেকে বায়ুদূষণ কমানোর উপায় বেরুতে পারে।
যানবাহনের ইন্জিনে পেট্রল বা ডিজেল পোড়ানোর ফলে যে ক্ষতিকর গ্যাস নির্গত হয়. তা পরিবেশ দূষণের একটা বড় কারণ বলে মনে করা হয়। মাকিন যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের আরগন ন্যাশনাল ল্যাবরেটরিতে এখন একটি গবেষণা চলছে যাতে যানবাহনের ফসিল জ্বালানি থেকে এই দূষণের পরিমাণ কমানোর উপায় বেরুতে পারে।
এজন্য তারা ব্যবহার করছে শিকাগো শহরের বাইরে বসানো একটি পার্টিকল এক্সেলারেটর। এতে কাজ করছেন ড. ক্রিস্টোফার পাওয়েল এবং তারা এটাকে ব্যবহার এমনভাবে যাকে বলা যায় গাড়ির ইঞ্জিনের এক্সরে করার মতো।
আমরা অনেকেই জানি যে গাড়ির ইঞ্জিনের মধ্যে পেট্রোল বা ডিজেলকে পুড়িয়ে গ্যাসে পরিণত করা হয়, এবং তার চাপে পিস্টনগুলো ওঠানামা করে গাড়ির চাকাকে ঘোরায়। এই ব্যাপারটা ঠিক কি ভাবে ঘটে সেটাই পার্টিকল একসিলারেটরের সাহায্যে পর্যবেক্ষণ করছেন ক্রিস্টোফার পাওয়েল।
ড. পাওয়েল আশা করছেন, যানবাহনের জ্বালানিকে আরো দক্ষভাবে এবং দূষণের মাত্রা কম রেখে ব্যবহার করার একটা উপায় এই পরীক্ষা থেকে বেরিয়ে আসতে পারে।
-
that's very informative.
-
We must control environment pollution for the future generation....