Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: mustafiz on November 28, 2013, 11:28:07 PM

Title: Computer is acheving common sense now.
Post by: mustafiz on November 28, 2013, 11:28:07 PM
যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটিতে একটি কম্পিউটার প্রোগ্রাম বিভিন্ন ছবির সাহায্যে ‘কমন সেন্স’ শেখার চেষ্টা করছে। এ জন্য ২৪ ঘণ্টা ছবি বিশ্লেষণ করছে কম্পিউটার প্রোগ্রামটি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে ‘দ্য নেভার এন্ডিং ইমেজ লার্নার’ (এনইআইএল)।

মানুষের মতো কম্পিউটারও ছবি দেখে শিখতে পারে কি না বিষয়টি জানার লক্ষ্যেই প্রোগ্রামটি শুরু করা হয়েছে। এ প্রসঙ্গে কার্নেগি মেলন ইউনিভার্সিটির রোবোটিকস ইন্সটিটিউটের সহকারী গবেষণা অধ্যাপক অভিনব গুপ্ত জানিয়েছেন, দৃশ্যসম্পর্কিত বিষয় শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ছবি। গত পাঁচ থেকে দশ বছরের কম্পিউটার ভিশন গবেষণায় তারা শিখেছেন, যত বেশি ডেটা থাকবে তত ভালো কম্পিউটার ভিশন হবে।

জুলাই থেকে এ পর্যন্ত প্রোগ্রামটি ৩০ লাখ ছবি বিশ্লেষণ করেছে। ফলাফলস্বরূপ হাজারো ছবি থেকে প্রোগ্রামটি দেড় হাজার বস্তু এবং ১ হাজার ২০০ দৃশ্য শনাক্ত করে সেগুলোর মধ্যে আড়াই হাজার জিনিসের মিল খুঁজে পেয়েছে।

এনইআইএল এ পর্যন্ত যে কয় ধরনের ‘কমন সেন্স’ শিখতে পেরেছে তার মধ্যে রয়েছে--

* এয়ারবাসথ৩৩০ দেখতে বিমানের মতো হতে পারে।

* হরিণ এবং অ্যন্টিলোপের মধ্যে মিল রয়েছে।

* ‘চাকা’ গাড়ির একটি অংশ হতে পারে।

* হেলানো টাওয়ার পিসাতে পাওয়া যেতে পারে।

* জেব্রা সাভানাতে পাওয়া যেতে পারে।

* বাঁশবনে উপর-নিচ রেখা থাকতে পারে।

সার্চ জায়ান্ট গুগল এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ডিফেন্সেস অফিস অফ ন্যাভাল রিসার্চ যৌথভাবে এ প্রকল্পের ব্যয়ভার বহন করছে।
Title: Re: ‘কমন সেন্স’ শিখছে কম্পিউটার
Post by: Saqueeb on November 30, 2013, 07:53:49 PM
that's interesting.
Title: Re: ‘কমন সেন্স’ শিখছে কম্পিউটার
Post by: Arif on December 03, 2013, 01:46:28 PM
‘দ্য নেভার এন্ডিং ইমেজ লার্নার’ (এনইআইএল).....nice information