Daffodil International University
Faculty of Humanities and Social Science => Law => Topic started by: Ferdousi Begum on November 30, 2013, 01:45:57 PM
-
“Ignorance of law is not considered to be an excuse” আইন শাস্ত্রের এই প্রবাদ বাক্যটি শত শত বছর ধরে দেশ হতে দেশ পেরিয়ে সারা বিশ্বে এক চিরন্ত সত্য বাক্যে পরিণত হয়েছে। বাংলায় এই বাক্যটির অর্থ দাঁড়ায় আইনের অজ্ঞতা ক্ষমার কারণ হতে পারে কিংবা আইনের অজ্ঞতা ক্ষমার অযোগ্য। অর্থাৎ রাষ্ট্র ধরে নিবে যে সংশ্লিষ্ট প্রচলিত আইনটি সম্পর্কে নাগরিকরা জানেন। তাই যদিও বাস্তবে আপনি সংশ্লিষ্ট আইন সম্পর্কে না যেনে উক্ত আইনটির কোন বিধি বিধান ভঙ্গ করেন আর পরে যদি আপনি সংশ্লিষ্ট আইনটি জানেন না বলে কোন অজুহাত দেন তবুও তা রাষ্ট্র ও সমাজের কাছে তা কোনভাবে গ্রহণযোগ্য হবে না। আপনাকে প্রচলিত আইন ভঙ্গ করার কারণে শাস্তি পেতে হবে।
-
exactly.
-
By born we should get LL.B degree!
-
By borN?????
-
Junior Riad is by born an LL B ;)
-
The junior riad rocks as an Hon's in LL.B. by birth. :P