Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: mustafiz on November 30, 2013, 02:41:28 PM

Title: Gold Smartphone by HTC
Post by: mustafiz on November 30, 2013, 02:41:28 PM
অবশেষে আলোর মুখ দেখছে এইচটিসির তৈরি সোনার স্মার্টফোন। ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি বিশেষ এ স্মার্টফোনটির ব্যাপারে অনেক আগে জানা গেলেও এত দিন এর দেখা পায়নি কেউ। এবার সেটি হাতের নাগালে এল। এইচটিসি ওয়ান নামের বিশেষ এ স্মার্টফোনটি এবার এসেছে কিছুটা ভিন্নভাবেই।
১৯৯৬ সালে মিউজিক ভিডিওতে বিশেষ অবদানের জন্য ‘মিউজিক অব ব্ল্যাক অরিজিন’ থিমে ‘মোবো অ্যাওয়ার্ড’ দেওয়া শুরু হয়। যুক্তরাজ্যের মোবো নামের সংস্থার চালু করা এ পুরস্কারটি চলতি বছর ১৮ বছরে পা দিয়েছে।
আর তাই এবারের এ উৎসবকে স্মরণীয় করে রাখতেই সোনা দিয়ে পাঁচটি স্মার্টফোন তৈরি করেছে এইচটিসি।
এবারই প্রথম এত দামি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে এইচটিসি। তবে শুধু সোনাই নয় নতুন এ স্মার্টফোনেও রয়েছে নানা সুবিধা। ৪.৭ ইঞ্চি পর্দার স্মার্টফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, দুই গিগাবাইট র‌্যাম, ৩২ গিগাবাইট মেমোরি ইত্যাদি। এইচটিসির বিশেষ আল্ট্রাপিক্সেল ক্যামেরা আছে এতে।
এইচটিসি জানায়, সব মিলিয়ে দারুণ এক স্মার্টফোন এইচটিসি ওয়ান। বৈশিষ্ট্য আর ব্যাতিক্রমের দিক দিয়েও স্মার্টফোনটি তৈরিতে ব্যবহারকারীদের পছন্দের বিষয়গুলোর দিকে নজর দেওয়া হয়েছে বেশি।
পুরস্কারের ১৮ বছর হওয়ায় ১৮ ক্যারেট সোনার তৈরি স্মার্টফোনটিতে চলতি বছরটি স্মরণীয় করে রাখতে ‘মোবো ১৮’ লেখাও যুক্ত করা হয়।
—সিনেট ও এইচটিসি অবলম্বনে কাজী আলম
Title: Re: সোনার স্মার্টফোন বানাল এইচটিসি
Post by: Saqueeb on November 30, 2013, 07:32:38 PM
nice post