Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: mustafiz on December 01, 2013, 02:47:52 PM

Title: Artificial memories in the brain of rats
Post by: mustafiz on December 01, 2013, 02:47:52 PM
গবেষণাগারে ইঁদুরের মস্তিষ্কে বৈদ্যুতিক শকের স্মৃতি কৃত্রিমভাবে পরিবর্তন করে পর্যবেক্ষণ করেছেন এমআইটির গবেষকরা।
 
ইঁদুরের মস্তিষ্কে কৃত্রিম স্মৃতি স্থাপনে সফল হওয়ার কথা জানিয়েছে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির (এমআইটি) একদল গবেষক। এক প্রতিবেদনে বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, এমআইটির ল্যাবে গবেষকরা ইঁদুরের মস্তিষ্কে ভয়ের স্মৃতি পরিবর্তিত করে সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করেছেন।

গবেষণায় ‘এ’ ও ‘বি’ নামে দুটি জোনে ইঁদুরগুলোকে রেখে পর্যবেক্ষণ করা হয়। এরিয়া বিতে ইঁদুরদের সামান্য বৈদ্যুতিক শক দেওয়া হয়। পরে ‘ইনসেপটিং’ নামে একটি পদ্ধতির মাধ্যমে ইঁদুরের মস্তিষ্কের বৈদ্যুতিক শকের সেই স্মৃতি এরিয়া এ-তে স্থানান্তর করা হয়। এরপর ইঁদুরগুলোকে এরিয়া এ-তে নিয়ে ছেড়ে দেওয়া হলেও সেখানে বৈদ্যুতিক শকের ভয়ে চলাফেরা করেনি সেগুলো। যদিও এরিয়া এ-তে বাস্তবে বৈদ্যুতিক শক দেওয়া হয়নি।

এমআইটি গবেষকরা একে গবেষণার প্রাথমিক ধাপ বলে অভিহিত করেছেন। তবে এখনই এ প্রক্রিয়া মানবদেহে প্রয়োগের জন্য প্রস্তুত নয় বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
Title: Re: ইঁদুরের মস্তিষ্কে কৃত্রিম স্মৃতি
Post by: Saqueeb on December 02, 2013, 05:24:26 PM
good post.