Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: mustafiz on December 02, 2013, 10:48:41 PM

Title: Sachin Tendulkar: colorful cricket career
Post by: mustafiz on December 02, 2013, 10:48:41 PM
১৯৮৯ সালে ভারত পাকিস্তান সিরিজ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাচিন রমেশ তেন্ডুলকারের। সিরিজের আগে তাকে নিয়ে তৈরি হয় বিপুল প্রত্যাশা, কারণ এর আগেই স্কুলে পড়ার সময় একজন দুর্দান্ত ব্যাটসম্যান হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন। সেসময় বোলারদের একেবারে বিধ্বস্ত করে দিয়ে তার ৩২৬ রানের দুরন্ত ইনিংস সবার নজর কাড়ে ।