Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: mustafiz on December 02, 2013, 11:06:23 PM

Title: On the field
Post by: mustafiz on December 02, 2013, 11:06:23 PM
আ্যশেজের শুরুতেই স্লেজিং অর্থাৎ মাঠে প্রতিপক্ষকে ব্যাঙ্গ-বিদ্রূপ, উস্কানি দেওয়ার জন্য অস্ট্রেলিয়া আবারো কাঠগড়ায়।
ব্রিসবেন টেস্টে বহুদিন পর ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে হারালেও, প্রশংসার বদলে এখন স্লেজিং নিয়েই কথাবার্তা বেশি হচ্ছে।

স্ট্যাম্পের সাথে লাগানো মাইক্রোফোনে শোনা যায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসনকে বলছেন, ভাঙ্গা হাতের জন্য তৈরি হও, মিচেল জনসন বল হাতে আসছে। অফ ফর্মে থাকা ইংলিশ ব্যাটসম্যান জনাথন ট্রটকে নিয়ে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের উপহাসেও ক্ষিপ্ত হয়েছে ইংল্যান্ড দল।

এর জন্য আইসিসির ম্যাচ রেফারি ক্লার্ককে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছেন।

"সব দলই কম-বেশি করে, তবে অস্ট্রেলিয়ানরা স্লেজিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে"

হাবিবুল বাশার, সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট

জরিমানা চ্যালেঞ্জ করেননি মাইকেল ক্লার্ক, তবে বলেছেন এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে আচরণ মাঠে করেছে, তিনি জীবনে বহুবার এর চেয়ে অনেক খারাপ কথা শুনেছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বিবিসি বাংলাকে বলেন, স্লেজিং আন্তর্জাতিক ক্রিকেটে স্বাভাবিক ঘটনা।

"এটাকে অনেক সময় গেম প্লানের অংশ হিসাবে নেয়া হয়। সব দলই কম-বেশি করে, তবে অস্ট্রেলিয়ানরা স্লেজিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।"

বাশার বলেন তিনি স্লেজিংয়ের বিপক্ষে নন। তার কথা, খুব বেশি বাড়াবাড়ি না করলে স্লেজিং বরঞ্চ ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।