Daffodil International University
Famous => Person => Topic started by: maruppharm on December 04, 2013, 12:39:26 AM
-
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান Sir এর ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে টপ টেন অব এশিয়া ম্যাগাজিন। 'লিডিং দ্যা ওয়ে ইন টেকনোলজি- ড্রাইভেন অ্যাডুকেশন' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান Sir কে একজন স্ব-প্রণোধিত ও সফল ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মালয়েশিয়ার 'আরএইচএ মিডিয়া' ম্যাগাজিনটি প্রকাশ করে। ম্যাগাজিনের 'স্ট্যান্ডিং টল অ্যান্ড এন্টারপ্রাইজেজ' বিভাগের আওতায় বিশেষ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
সবুর খান sir ড্যাফোডিল কম্পিউটার্স নামক প্রতিষ্ঠানের মাধ্যমে তার ব্যবসায়িক যাত্রা শুরু করেন। ম্যাগাজিনটির মতে মো. সবুর খান বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ উন্নয়নেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ম্যাগাজিনটি সফল ব্যবসায়ী উদ্যোক্তা, এন্টারপ্রাইজ, এশিয়া এবং সাউথ এশিয়া অঞ্চলের অনুপ্রেরণাদানকারী ব্যক্তি, গবেষণা প্রতিবেদন এবং সাক্ষাৎকার প্রকাশ করে থাকে।
টপ টেন অব এশিয়া ম্যাগাজিনের মূল প্রবন্ধ প্রকাশ করা হয়েছে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ওপর। সিঙ্গাপুরের সেরা ১০ নারী উদ্যোক্তার একটি তালিকাও প্রকাশ করে ম্যাগাজিনটি।
http://www.banglamail24.com/
-
(http://www.banglamail24.com/images/news_images/2013/06/18/thumbnails/image_42444.jpg)
-
that's a good news for us.
-
Good
-
Thanks for the post