Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Topic started by: diljeb on December 04, 2013, 11:26:36 AM

Title: 'আইসিসি স্প্রিট অফ দ্যা ক্রিকেট' অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন
Post by: diljeb on December 04, 2013, 11:26:36 AM
একমাত্র বাংলাদেশি হিসেবে 'আইসিসি স্প্রিট অফ দ্যা ক্রিকেট' অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছে ফারহাদ রেজা !
গতবছর শ্রীলংকায় অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি লাইনের পাশ থেকে নাসির জামশেদের বাতাসে ভাসা শ্যট কে তালুবন্ধি করেন অলরাউন্ডার রেজা ।
আম্পায়ার বুঝে উঠতে পারেননি ওটা ছক্কা না আউট ! তাই তিনি ৩য় আম্পায়রকে জানানোর চেষ্টা করেন ; কিন্তু ৩য় আম্পায়ারকে জানানোর আগেই রেজা স্বীকার করে নেন যে বল ধরার সময় বাউন্ডারি লাইনের সাথে তার শরীর লেগে ছিল ।
এ কারনে নমনি হিসেবে শ্রীলংকান মাহেলা জয়াবর্ধনের পাশে নাম উঠেছে ফারহাদ রেজার ।

Source: https://www.facebook.com/I.Luv.Shakib