Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Internet Technology => Topic started by: mustafiz on December 07, 2013, 04:37:14 PM

Title: Camera will take picture in dark
Post by: mustafiz on December 07, 2013, 04:37:14 PM
গাঢ় অন্ধকারে ত্রিমাত্রিক ছবি তোলার নতুন এক ক্যামেরা উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। ক্যামেরাটি বানিয়েছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র বিজ্ঞানীরা।


সংবাদসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আলোর ক্ষুদ্রতম একক কণা ফোটন ব্যবহার করে বিভিন্ন বস্তুর ছবি তোলা যাবে ক্যামেরাটিতে। অথচ ‘সাধারণ মানের’ মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তুলতে প্রয়োজন কয়েক কোটিরও বেশি ফোটন কণার।

এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে সৈনিকদের কাজে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই ধরনের প্রযুক্তি গুগলের স্ট্রিটভিউ সার্ভিসের লিডার সিস্টেমেও ব্যবহার করেছিল গুগল।

থ্রিডি ক্যামেরাটি নিয়ে এক গবেষণা প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছেন বিজ্ঞানী আহমেদ কিরমানি। কিরমানির  গবেষণার মূল চিন্তাটি গুগলের লিডার সিস্টেম থেকে অনুপ্রানিত হলেও তিনি এই প্রযুক্তিকে নতুন এক পর্যায়ে নিয়ে গেছেন বলেই দাবি ওই বিজ্ঞানীর।
Title: Re: অন্ধকারেও ছবি তুলবে ক্যামেরা
Post by: R B Habib on December 08, 2013, 03:02:00 PM
Waiting to play with it in dark