Daffodil International University

Faculty of Humanities and Social Science => Law => Topic started by: Ferdousi Begum on December 08, 2013, 01:32:25 PM

Title: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: Ferdousi Begum on December 08, 2013, 01:32:25 PM
বেশীর ভাগ ভাড়াটিয়া বাড়ি ভাড়া সংক্রান্ত আইন জানেনা বলে তারা তাদের অনেক অধিকার থেকে প্রতারিত হচ্ছেন তেমনি ঝামেলা এড়াতে বাড়িওয়ালারা চুক্তি করেন না ভাড়াটিয়ার সাথে। ভাড়াটিয়ার স্বার্থ রক্ষাতে জেনে নেয়া যাক আইন আমাদের কী অধিকার দিয়েছে।

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১ এর প্রয়োজনীয় অংশঃ

অগ্রিম ভাড়াঃ
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর ১০ ও ২৩ ধারা মোতাবেক বাড়ি ভাড়া নিয়ন্ত্রকের লিখিত আদেশ ছাড়া অন্য কোনোভাবেই বাড়ি মালিক তার ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ এক মাসের বাড়ি ভাড়ার অধিক কোনো প্রকার ভাড়া, জামানত, প্রিমিয়াম বা সেলামি গ্রহণ করতে পারবেন না। তা হলে দণ্ডবিধি ২৩ ধারা মোতাবেক তিনি দণ্ডিত হবেন।

ভাড়ার রসিদ
আপনার পরিশোধকৃত বাড়ি ভাড়ার রসিদ সংশ্লিষ্ট বাড়ির মালিক বা তার প্রতিনিধি দিতে বাধ্য।

ভাড়া বাড়ানোঃ
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৬ ধারায় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, মানসম্মত ভাড়া কার্যকরী হবার তারিখ হতে দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। দুই বছর পর মানসম্মত ভাড়ার পরিবর্তন করা যাবে। এই আইনের ৮ ধারা এবং ৯ ধারায় বর্ণিত রয়েছে যে, মানসম্মত ভাড়া অপেক্ষা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অধিক বাড়ি ভাড়া আদায় করলে সে ক্ষেত্রে প্রথমবারের অপরাধের জন্য মানসম্মত ভাড়ার অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়েছে তার দ্বিগুণ অর্থদণ্ডে বাড়ি মালিক দণ্ডিত হবেন এবং পরবর্তী প্রত্যেক অপরাধের জন্য এক মাসের অতিরিক্ত যে ভাড়া গ্রহণ করা হয়েছে তার তিনগুণ পর্যন্ত অর্থদণ্ডে বাড়ি মালিক দণ্ডিত হবেন।

মানসম্মত ভাড়া নির্ধারণঃ
মানসম্মত ভাড়া সম্পর্কে আইনের ১৫ (১) ধারায় বলা হয়েছে, ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের শতকরা ১৫ ভাগের বেশি হবে না। বাড়ির বাজার মূল্য নির্ধারণ করার পদ্ধতিও বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ বিধিমালা, ১৯৬৪ তে স্পষ্ট করা আছে। এটাকে সর্বস্তরে গ্রহণযোগ্য করতে ঢাকা সিটি করপোরেশান ঢাকা মহানগরীকে দশটি রাজস্ব অঞ্চলে ভাগ করে ক্যাটেগরিভিত্তিক সম্ভাব্য বাড়ি ভাড়া নির্ধারণ করে দিয়েছে।

উপযোগী বাসস্থানঃ
বাড়ি মালিক তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে আইনত বাধ্য। বাড়ির মালিক ইচ্ছা করলেই ভাড়াটিয়াকে বসবাসের অনুপযোগী বা অযোগ্য অবস্থায় রাখতে পারেন না। স্বাস্থ্যসম্মতভাবে বসবাসের উপযোগী করে বাড়িটি প্রস্তুত রাখতে বাড়ির মালিকের উপর এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ২১নং ধারায় বাধ্যবাধকতা আরোপ করেছে। অর্থাৎ ভাড়াটিয়াকে পানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, পয়ঃপ্রণালী নিষ্কাশন ইত্যাদি সুবিধা প্রদান করতে হবে। এমনকি প্রয়োজনবোধে লিফটের সুবিধাও দিতে হবে। কিন্তু উক্তরূপ সুবিধা প্রদানে বাড়ি মালিক অনীহা প্রকাশ করলে কিংবা বাড়িটি মেরামতের প্রয়োজন হলেও ভাড়াটিয়া নিয়ন্ত্রকের কাছে দরখাস্ত করতে পারবেন।

ভাড়া বাসা থেকে উচ্ছেদঃ
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের ১৮নং ধারায় উল্লেখ রয়েছে যে, ১৮৮২ সনের সম্পত্তি হস্তান্তর আইন বা ১৮৭২ সালের চুক্তি আইনের বিধানে যাই থাকুক না কেন, ভাড়াটিয়া যদি নিয়মিতভাবে ভাড়া পরিশোধ করতে থাকেন এবং বাড়ি ভাড়ার শর্তসমূহ মেনে চলেন তাহলে যতদিন ভাড়াটিয়া এভাবে করতে থাকবেন ততদিন পর্যন্ত উক্ত ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না। এমনকি ১৮(২) ধারা মতে বাড়ির মালিক পরিবর্তিত হলেও ভাড়াটিয়া যদি আইনসম্মত ভাড়া প্রদানে রাজি থাকেন তবে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না।

ভাড়া বাবদ ভাড়াটিয়ার আসবাবপত্র ক্রয়ঃ
আইনের ১২ নং ধারায় বলা হয়েছে, কোনো বাড়ি ভাড়ার জন্য বা তার নবায়ন বা মেয়াদ বৃদ্ধির জন্য কোনো ব্যক্তি তার আসবাবপত্র ক্রয়ের কোনো শর্ত আরোপ করতে পারবেন না। অর্থাৎ কোনো বাড়ির মালিক তার বাড়ি ভাড়া বাবদ ভাড়াটিয়ার আসবাবপত্র ক্রয় করতে পারবেন না। তদুপরি ভাড়া নবায়ন কিংবা মেয়াদ বৃদ্ধির শর্ত যদি বাড়ি ভাড়া চুক্তিতে থেকেও থাকে তা সত্ত্বেও ভাড়াটিয়া বাড়ি ভাড়া নবায়ন না করে, তাহলেও বাড়িওয়ালা ভাড়াটিয়ার আসবাবপত্র আটক বা ক্রয় করতে পারবেন না।

Source: wikipedia
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: nadimhaider on December 10, 2013, 05:12:33 PM
there is law but no application.
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: anamika.law on December 11, 2013, 01:44:19 PM
House Rent Control Act, 1991 is  a very good law. If this law could be implemented strictly then 70% of our people would be highly benefited. This law also considers rights of house owners.
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: Ferdousi Begum on December 11, 2013, 02:45:10 PM
Agreed ma'am. Also implementation could be possible if mass people concern about their rights.
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: monjurul on December 12, 2013, 11:35:07 AM
The post is very much conclusive. Thank You
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: irina on December 12, 2013, 12:38:03 PM
We the tenants should be aware of that.
Will the owners listen to us? :-\
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: R B Habib on December 13, 2013, 10:12:42 AM
Who will challenge the owners? Who? This is just a law.
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: Ferdousi Begum on December 13, 2013, 10:57:40 AM
Tenants will challenge them, every law will be just a law if the aggrieved person do not apply to protect his right.
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: farzanamili on December 15, 2013, 12:08:17 PM
agreed...the victim should go to the right forum to get right. If they do not seek right, Court suo motu cannot help them .
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: Ferdousi Begum on December 17, 2013, 12:40:50 PM
Agreed
Title: Re: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন–১৯৯১
Post by: safiullah on December 17, 2013, 01:39:16 PM
Changing may possible if all concern body raise their strong voice and the procedure is filing suit against the perpetrator.