Daffodil International University

Health Tips => Health Tips => Topic started by: mustafiz on December 09, 2013, 01:27:35 PM

Title: Painless injection without needle
Post by: mustafiz on December 09, 2013, 01:27:35 PM
ইনজেকশনের সুচ দেখেই যারা ভয় আঁতকে ওঠেন তাদের জন্য ব্যথামুক্ত পদ্ধতিতে ইনজেকশন দেয়ার ব্যবস্থা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান।


আইহেলথনেট নামে ওই প্রতিষ্ঠানটি বলছে, বায়োজেক্ট মেডিকেল টেকনোলজি ব্যবহার করে চাপ প্রয়োগের মাধ্যমে এই যন্ত্র কাজ করে।

শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে নতুন এই যন্ত্র বা সিরিঞ্জের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশে এর পরিবেশক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক হাসান।

তিনি বলেন, এটি দিয়ে শিরা ছাড়া দেহের সব স্থানেই ব্যথাহীন ইনজেকশন দেয়া সম্ভব। সিরিঞ্জটি দিয়ে প্রতিবার ইনজেকশন দিতে খরচ পড়বে আনুমানিক ৫০ টাকা।

তিনি বলেন, “একটি যন্ত্র দিয়ে মোট ১ লাখ ২০ হাজার বার ইনজেকশন দেয়া যাবে। এ জন্য ব্যক্তি পর্যায়ে এটি না কেনাই ভালো।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন হাসপাতাল থেকে তারা এই যন্ত্রের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তৌফিক।

প্রায় দুই দশক আগে বায়োজেক্ট মেডিকেল টেকনোলজি বাজারে আসে।

আইহেলথনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক লোগোমাসিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, এই সুচবিহীন সিরিঞ্জটি এতোটাই ব্যথামুক্ত যে ঘুমন্ত শিশুকে এটি দিয়ে ইনজেকশন দিলেও সে টের পাবে না।

এই যন্ত্র ব্যবহার করে ইনজেকশন দেয়া এতোটাই সহজ যে ছয় বছরের শিশুকে দেখিয়ে দিলে সে তা রপ্ত করে নিতে পারবে বলে দাবি করেন তিনি।
 
Title: Re: সুচ ছাড়া ব্যথামুক্ত ইনজেকশন
Post by: R B Habib on December 09, 2013, 01:29:17 PM
That's great