Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Astronomy => Topic started by: Kanij Nahar Deepa on December 12, 2013, 09:31:45 AM
-
রাশিফলের প্রতি কেউ কেউ গভীর বিশ্বাস রাখেন। আবার অনেকে নিয়মিত রাশিফল পড়েন শুধু নির্দোষ মজা পাওয়ার জন্য। তবে কেবল বিনোদনের জন্য রাশিফল পড়লেও কখনো কখনো তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে দাবি করছেন একদল মার্কিন বিশেষজ্ঞ। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে জার্নাল অব কনজিউমার রিসার্চ সাময়িকীতে। এতে বলা হয়, নিজের রাশিফলে নেতিবাচক ভবিষ্যদ্বাণী দেখে প্রভাবিত হয়ে অনেকে আবেগতাড়িত আচরণ করতে পারে। বিশেষ করে ভাগ্য পরিবর্তন-প্রত্যাশীরা এসব ক্ষেত্রে বেশি প্রভাবিত হয়। তখন তারা এমন সব আবেগপ্রবণ সিদ্ধান্ত নেয়, যা তাদের স্বাভাবিক অবস্থায় অকল্পনীয়। আর শেষ পর্যন্ত পরিণামটা তাদের জন্য ক্ষতিকর হয়ে পড়ে। টেলিগ্রাফ।