Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Natural Science => Topic started by: Kanij Nahar Deepa on December 12, 2013, 09:32:27 AM

Title: এবার অতি ঠান্ডাসহিষ্ণু তেলাপোকা
Post by: Kanij Nahar Deepa on December 12, 2013, 09:32:27 AM
যেকোনো প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার সামর্থ্যের জন্য খ্যাতি রয়েছে তেলাপোকার। এরা তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে; এমনকি মাথা ছাড়াও এক সপ্তাহ পর্যন্ত দিব্যি বেঁচে থাকে প্রাণীটি। কিন্তু এবার বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রাণীটির প্রচণ্ড ঠান্ডা সহ্য করার ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পেরিপ্লানেটা জাপোনিকা নামের এক প্রজাতির তেলাপোকার খোঁজ মিলেছে, যারা বরফ জমে যাওয়ার উপযোগী তাপমাত্রায় টিকে থাকতে পারে। প্রজাতিটির বিস্তারিত বৈশিষ্ট্য ও বিবরণ জার্নাল অব ইকোনমিক এনটোমোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, আমেরিকায় ওই প্রজাতিটির বংশবিস্তার সম্ভবত এবারই প্রথম দেখা যাচ্ছে। শীতকালটা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় অতিবাহিত করে এই তেলাপোকা। ইনডিপেনডেন্ট।