Daffodil International University
Faculty of Humanities and Social Science => English => Topic started by: Md. Nuruzzaman Moral on December 13, 2013, 03:56:48 PM
-
ম্যান্ডেলা, তুমি চলে গেছো
তাই পৃথিবীর প্রতিটি ঘাস আজ
বেদনার্ত শিশিরের ভরে নুঁইয়ে পড়েছে,
শঙ্কিত তারা, তুমিহীনা তাদের সবুজ ক্লোরোফিল
ছিনতাই হবে, শুকিয়ে যাবে তাদের প্রাণরস।
তুমি ফিরে এসো---
ফিরে এসো তুমি সবুজের বেশে,
বিশ্ব যুবাদের হৃদয়ে দাও ফুঁৎকার
গুম বা জেলের ভয়ে দাও পরিত্রাণ।
তুমি ফিরে এসো---
ফিরে এসো তুমি সাম্যবাদীর প্রতীক হয়ে,
যুদ্ধ ঘোষনা করো সেই সমাজে
যেথা ধনী-গরীবের দেয়াল করে চিৎকার।
তুমি ফিরে এসো---
ফিরে এসো তুমি ত্রাতার বেশে,
সাদা কালো মানুযের জন্য নয়
সাদা কালো রাজনীতির তরে।
তুমি ফিরে এসো---
ফিরে এসো তুমি উদ্ধারকারী হয়ে,
এ দেশ যে আজ কৃষ্ণগহ্বরে পতিত
টেনে ধর তোমার সেই সবজনীন হাতে,
অন্য হাতে নেই সে বিশ্বাস
সব হাতে আজ বাঘের ডোরাকাটা রেখা,
ভয়াল থাবায় গ্রাস করে আমার অস্তিত্ত্ব।
তুমি ফিরে এসো---
ফিরে এসো---
ফিরে এসো হে বিশ্বপিতা।