Daffodil International University
Famous => Person => Topic started by: nadimhaider on December 15, 2013, 06:56:29 PM
-
কিছু অদ্ভুত এবং মজার তথ্য:
• পৃথিবীর একমাত্র প্রাণী ডলফিন যে একচোখখোলা রেখে ঘুমায় ।
• এর চেয়েও অদ্ভুত প্রাণী হল
পিঁপড়া যে কখনও ঘুমায়ই না।
• জলহস্তি দম বন্ধ করে ৩০ মিনিট একটানা পানির নিচে থাকতে পারে ।
• জিরাফ এমন একটা প্রাণী যার একটি শক্ত লাথিতে নিমেষেই একটি সিংহ মারা যেতে পারে ।
• পৃথিবীর একমাত্র প্রাণী গরু যেটি সিড়ি দিয়ে উঠতে পারে কি নামতে পারে না ।
• তুলনামূলক পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হল পিঁপড়া যে নিজের ওজনের ০৯ গুণ ওজন বহন করতে পারে ।
• পৃথিবীর একমাত্র প্রাণী ফড়িং যার কান থাকে হাঁটুতে ।
Collected