Daffodil International University
IT Help Desk => Telecom Forum => Android World => Topic started by: Zahir_ETE on December 19, 2013, 04:33:21 PM
-
নতুন ফিচার যোগ হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট চালিত স্মার্টফোনে। অপরিচিত কেউ কল করলেও কলারের ছবিটি কলার আইডি হিসেবে স্বয়ংক্রিয়ভাবে ভেসে উঠবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট চালিত স্মার্টফোনের পর্দায়।
সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ফিচারটি বাই ডিফল্ট অন করা থাকবে।
ফিচারটির সাহায্যে কলারকে সহজেই চেনা যাবে। ফোনবুকে সহকর্মী বা কলারের নাম্বার না থাকলে এ ফিচারটি কলারকে চিহ্নিত করতে সাহায্য করবে। তবে এজন্য অবশ্যই গুগলপ্লাস অ্যাকাউন্টে কলারের ছবি এবং ফোন নাম্বার থাকতে হবে।
এ প্রসঙ্গে গুগলের কলার আইডি টিমের আটিলা বডিস জানিয়েছেন, গ্রাহক তাদের ফোন নাম্বার নিশ্চিত করলে ২০১৪ সালের শুরুতে তারা আবিষ্কার করবেন কল করলেই অপর পক্ষের ফোনের পর্দায় তাদের গুগলপ্লাস অ্যাকাউন্টের ছবি এবং নাম দেখা যাচ্ছে। ঠিক একই রকম ঘটনা ঘটবে যখন অন্যরা তাদের কল করবে।
আর ব্যবসায়ের ক্ষেত্রে, গুগল ব্যবসা এবং সেবা প্রতিষ্ঠানের নামের সঙ্গে নাম্বার গুগল প্লেস লিস্টিংয়ে ম্যাচ করে রাখবে। ফলে কোনো রেস্টুরেন্ট যদি রিজার্ভেশন নিশ্চিত করার জন্য কাউকে কল করে তবে তার ফোনে রেস্টুরেন্টটির নাম দেখা যাবে।