Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: rumman on December 24, 2013, 01:54:06 PM

Title: পুদিনা পাতায় কফ-কাশি দূর
Post by: rumman on December 24, 2013, 01:54:06 PM
(http://www.flickr.com/photos/pranermela/4279519399/in/photostream/)

পুদিনা একটি ঔষধী গাছ। পুদিনার বাকল ও পাতায় আছে হরেক রকম ঔষধী গুন। আজকাল বাজারে পুদিনা পাতার নির্যাস সমৃদ্ধ টিব্যাগও পাওয়া যাচ্ছে।

কফ কাশিতে যারা ভুগছেন তাদের জন্য টোটকা চিকিৎসা হতে পারে পুদিনা পাতা।
কফ-কাশিতে আমরা সাধারণত এক্সপেক্টোরেন্ট জাতীয় ওষুধ খেয়ে থাকি। এক্সপেক্টোরেন্টের কাজ হলো গলা থেকে কফ বের করে দেয়া। কিন্তু এর একটা পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। এসব ওষুধ খেলে ঘুম ঘুম ভাব হয়। তাই এর বিকল্প হিসেবে আপনি পুদিনা পাতার সাহায্য নিতে পারেন। গরম পানিতে সামান্য পরিমাণ পুদিনা পাতা সেদ্ধ করে পান করুন।

পুদিনা পাতা এক্সপেক্টোরেন্টের কাজ করবে। বোনাস হিসেবে আপনি পেতে পারেন আরো একটি বড় ধরনের উপকার। আর তা হলো পুদিনা পাতা আপনার উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করবে।

ব্রেকিংনিউজ

Title: Re: পুদিনা পাতায় কফ-কাশি দূর
Post by: sadique on December 25, 2013, 09:17:44 PM
thanks for sharing the information.....
Title: Re: পুদিনা পাতায় কফ-কাশি দূর
Post by: mustafiz on January 08, 2014, 11:13:03 AM
That's a good information. Thank's for sharing.
Title: Re: পুদিনা পাতায় কফ-কাশি দূর
Post by: R B Habib on January 08, 2014, 03:14:24 PM
Thanks