Daffodil International University
IT Help Desk => IT Forum => Topic started by: Md.Robiul Hasan Ovy on December 29, 2013, 01:08:22 PM
-
অনেক ফেসবুক ইউজারের প্রায় একটি স্যমস্যার কথা বলতে দেখা যায় সেটি হচ্ছে মজিলা বা ক্রোমে ফেসবুক ব্যবহার করার সময় বংলা দেখতে না পাওয়া এবং লিখতে না পারা। তাই আজ আপনাদের জন্য এর একটি সুন্দর সমাধান নিয়ে হাজির হলাম। পুরো প্রক্রিয়াটি ছবিসহ দেখতে চাইলে PDF বইটি ডাউনলোড করতে পারেন।
Download PDF Book: http://www.mediafire.com/download/6ga539e46xc77ag/Mozila+%26+Chrom+a+Bangla+Dekhun+%26+Likhun+by+Ovy.pdf
প্রথমে ছোট্ট একটি process করে try করতে পারেন
অভ্র ইন্সটল দেয়ার পর সি ড্রাইভে যাবেন । সেখানে একদম শেষে দুইটা ফন্ট এর ফাইল দেখবেন । ওই দুইটা ইন্সটল করে নেন।
যদি এইভাবে কাজ না করে তাহলে নিচের process টি apply করে দেখুন।
প্রখমে নিচের লিঙ্ক থেকে অভ্র ৫.১.০ অথবা ৪.৫.১ ভর্সনটি ডাউনলোড করে ইনস্টল করুন।
Avro Keyboard 5.1.0
http://www.omicronlab.com/download/setup_avrokeyboard_5.1.0.exe
(http://1.bp.blogspot.com/-5pclfF3ekWo/UrZ7ethIfVI/AAAAAAAAAAM/hqiLkVP8b0o/s1600/ggg.JPG)
মজিলার জন্য যা করতে হবে
ধাপ ১:
মজিলা ওপেন করে Tools>Option>Content>Advanced এ যান।
Fonts For: Bengali,
Proportional: Serif.
Serif: Siyam Rupali,
Sans-Serif: Siyam Rupali,
Monospace: Siyam Rupali.
Size, Size and Minimum Font Size: 16
Default Character Encoding: Unicode (UTF-8)
ধাপ ২:
আবার Tools>Option>Content>Advanced এ যান।
Fonts for: Western,
Proportional: Serif.
Serif: Times New Roman,
Sans-Serif: Arial,
Monospace: Courier New.
Size, Size and Minimum Font Size: 13
Default Character Encoding: Unicode (UTF-8)
এবার মজিলা রিস্টার্ট করুন দেখবেন সচ্ছ বাংলা দেখা যাচ্ছে।
আপনার কম্পিউটারে যদি Siyam Rupali ফন্টটি না থাকে তাহলে নিচের লিঙ্ক থেকে Siyam Rupali সহ আরো কিছু ইউনিকোড ভিওিক বাংলা ফন্ট ডাউনলোড করে নিন। এবার ফন্ট গুলো ডাউনলোড করার পর Start Menu>Control Panel>Fonts এ গিয়ে পেষ্ট করুন।
http://www.omicronlab.com/bangla-fonts.html
ক্রোমের জন্য যা করতে হবে
ক্রোমে সাধারনত বাংলা দেখা নিয়ে স্যমস্যা হয় না। তবে যদি স্যমস্যা হয় তাহলে নিচের পদ্বতি অনুসরণ করুন।
ক্রোমে মজিলার মত এত ঝামেলা নেই একদমই সহজ, শুধু নিচের ধাপ গুলো অনুসরন করুন।
Go Google Chorome > Settings > Options > Under the hood > Web Content > Customize Fonts
তারপর ফন্ট গুলো নির্দিষ্ট স্থানে সিলেক্ট করুন।
Standard Font: Siyam Rupali
Sans-serif font: Siyam Rupali
-
Thanks