Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on December 31, 2013, 02:05:03 PM
-
উইন্ডোজ ফোন ও উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেম বিনামূল্যে উইন্ডোজপণ্য নির্মাতাদের সরবরাহ করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। মার্কিন প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, গুগলের অ্যান্ড্রয়েড হওয়ার পথে রয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দুটি সংস্করণ।
মাইক্রোসফটের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের প্রধান টেরি মেয়ারসন উইন্ডোজ আরটি ও উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। উইন্ডোজের নতুন সংস্করণ ৮.২ বা থ্রেসহোল্ডের সঙ্গে উইন্ডোজ আরটি ও উইন্ডোজ ফোনের নতুন সংস্করণ উন্মুক্ত করতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।
ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজনির্ভর পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে উইন্ডোজ আরটি ও উইন্ডোজ ফোন সফটওয়্যারের লাইসেন্স কিনতে হয়। তবে ভবিষ্যতে এই দুটি সংস্করণ উন্মুক্ত করে দিলে মাইক্রোসফট তাদের অ্যাপ্লিকেশন থেকে লাভ করতে পারবে।
বাজার-বিশ্লেষকেরা জানিয়েছেন, মাইক্রোসফট যদি স্মার্টফোনের ও ট্যাবলেটের জন্য অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে তবে বর্তমানে বাজারের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। এ ছাড়াও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেশি করে উইন্ডোজনির্ভর পণ্য তৈরি করবে ও অ্যাপ্লিকেশন ডেভেলপাররাও এদিকেই ঝুঁকবেন।