Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Narayan on December 31, 2013, 08:09:23 PM

Title: গরম পানির গোসল
Post by: Narayan on December 31, 2013, 08:09:23 PM
গরম পানির গোসল হচ্ছে জলচিকিৎসা, যা সব সময়ই ভালো। তবে তা ক্ষতির কারণ হতে পারে যদি এর ব্যবহারে গড়বড় করে ফেলেন। আসুন গরম পানির সঠিক ব্যবহার সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

১. পানি অতিরিক্ত গরম হবে না, অবশ্যই সহনীয় পর্যায়ে আরামদায়ক উষ্ণতার পানিতে গোসল সারতে হবে।

২. গর্ভবতী নারীদের ৩৭ ডিগ্রি সেলসিয়াসের (১০০ ডিগ্রি ফারেনহাইট) ওপরে ওঠা উচিত নয়।

৩. অনিদ্রায় যারা ভোগেন, তাদের জন্য অধিক উষ্ণতায় গোসল আত্মহত্যার সামিল।

৪. পরিশ্রমের পর বেশি গরম পানি ব্যবহার করা উচিত নয়। এতে ডিহাইড্রেশনের সম্ভাবনা দেখা দিতে পারে।

৫. গরম পানি প্রথমে গায়ে ঢালুন। হাতে, পায়ে আর মাথায় নিন ঠাণ্ডা পানি । মাথা বা হাত বা পা অথবা তিনটিই গরম পানি থেকে দুরে রাখবেন। কারণ অধিক তাপ সাধারণত দেহের ওই তিন অংশ দিয়ে বের হয়ে যায়।


Courtesy: Facebook Page
Title: Re: গরম পানির গোসল
Post by: shan_chydiu on January 01, 2014, 10:06:00 AM
good post.
Title: Re: গরম পানির গোসল
Post by: A.S. Rafi on January 01, 2014, 03:20:52 PM
সময়োপযোগী  :)
Title: Re: গরম পানির গোসল
Post by: sadique on January 01, 2014, 05:17:02 PM
সহনীয় পর্যায়ে আরামদায়ক উষ্ণতার পানি.............স্যার শীতের পানি কি এতো রোমান্টিক হয়..????
Title: Re: গরম পানির গোসল
Post by: Fahmida Hossain on January 02, 2014, 11:48:42 PM
good information
Title: Re: গরম পানির গোসল
Post by: R B Habib on January 05, 2014, 01:08:08 PM
Informative post
Title: Re: গরম পানির গোসল
Post by: susmita on January 06, 2014, 12:43:30 PM
good post
Title: Re: গরম পানির গোসল
Post by: Saba Fatema on January 07, 2014, 06:11:06 PM
Thanks for sharing.
Title: Re: গরম পানির গোসল
Post by: shimul.ns on March 30, 2014, 06:47:13 PM
Effective post!! K3eep it up.
Title: Re: গরম পানির গোসল
Post by: farahsharmin on April 02, 2014, 11:38:45 AM
Thanks for this useful post.... :)
Title: Re: গরম পানির গোসল
Post by: Nusrat Nargis on April 02, 2014, 12:04:58 PM
good post. thanks.
Title: Re: গরম পানির গোসল
Post by: taslima on April 02, 2014, 02:36:52 PM
informative post
Title: Re: গরম পানির গোসল
Post by: shan_chydiu on April 10, 2014, 01:16:44 PM
good post.
Title: Re: গরম পানির গোসল
Post by: Samia Nawshin on April 10, 2014, 10:18:59 PM
very effective post and a must read :)
Title: Re: গরম পানির গোসল
Post by: kwnafi on July 16, 2014, 09:30:10 PM
Excellent post