Daffodil International University

Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: rumman on January 03, 2014, 10:04:04 AM

Title: হাড়ের বিকল্প সিরামিক!
Post by: rumman on January 03, 2014, 10:04:04 AM
হাড় ক্ষয়ে গেলে বা ভেঙে গেলে তা পুনর্গঠনের কোনো প্রযুক্তি এখনো বিজ্ঞানীদের অজানা। তবে সম্প্রতি আশাবাদী হয়ে উঠেছেন তাঁরা। সিরামিক জাতীয় এক ধরনের বস্তুকে এ ক্ষেত্রে কাজে লাগানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। হাড় গঠনের জন্য প্রয়োজনীয় অন্যতম একটি উপাদান হচ্ছে হাইড্রোক্সিলেপাটাইট।
 প্রাণীর কঙ্কাল থেকে অথবা সংশ্লেষণের মাধ্যমে উপাদানটি সংগ্রহ করা সম্ভব। ফ্রান্সের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের একদল বিশেষজ্ঞ জানান, সংশ্লেষণের মাধ্যমে হাইড্রোক্সিলেপাটাইট সংগ্রহ করার পর তাতে প্রয়োজনীয় কিছু বৈশিষ্ট্য যোগ করা গেলে হাড়ের বিকল্প হিসেবে সেটি ব্যবহার করা যেতে পারে।
এ বিষয়ে মেক্সিকোর সুপিরিয়র স্কুল অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এক্সট্র্যাক্টিভ ইন্ডাস্ট্রিজের বিজ্ঞানীরা জানান, সংশ্লেষণের মাধ্যমে সংগৃহীত হাইড্রোক্সিলেপাটাইট হাড়ের বিকল্প হিসেবে ব্যবহার করলে তা মানব শরীরে কোনো বিষক্রিয়া ঘটায় না।
এসবের পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন, ভঙ্গুর এই সিরামিক জাতীয় বস্তুটিকে কী করে ব্যবহারযোগ্য হাড় হিসেবে তৈরি করা যায়। তাঁদের এ চেষ্টা সফল হলে অদূর ভবিষ্যতে হয়তো হাড় ভাঙা কিংবা এ জাতীয় অন্য কোনো সমস্যা সহজেই সমাধান করা যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
Title: Re: হাড়ের বিকল্প সিরামিক!
Post by: R B Habib on January 05, 2014, 01:03:02 PM
A very good news indeed.