Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: Md.Robiul Hasan Ovy on January 03, 2014, 03:27:35 PM

Title: আপনার ইন্টারনেট ব্রাউজারের সবকিছুই ব্যাকআপ রাখুন আজীবন
Post by: Md.Robiul Hasan Ovy on January 03, 2014, 03:27:35 PM
আপনার ইন্টারনেট ব্রাউজারের সবকিছুই ব্যাকআপ রাখুন আজীবন

ইন্টারনেট ব্যবহার করার জন্য অন্যতম প্রধান সফটওয়্যার হচ্ছে ব্রাউজার। একজন ব্যবহারকারী যখন অনেকদিন একটা ব্রাউজার কম্পিউটারে ব্যবহার করে তখন এমনিতেই অনেক বুকমার্ক, সেটিংস, অ্যাডঅনস, প্লাগ-ইন, থিম ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু যখন কম্পিউটার নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়া হয় অথবা কোন ক্লিনার দিয়ে পিসি ক্লিন করেন তখন এই সকল গুরুত্বপূর্ণ ব্রাউজার ফাইলগুলো হারিয়ে যায়।
ধরা যাক, আপনি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন। এখন আপনার এই সকল ব্রাউজার ফাইলগুলো যদি এমনভাবে ব্যাকআপ রাখা যায় যেন নতুন করে উইন্ডোজ সেটআপ দেয়ার পরে অথবা ক্লিন করার পরেও সেই ব্যাকআপ ফাইল ব্যবহার করে পূর্বের ব্রাউজারের চেহারায় ফিরিয়ে আনা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ মোজব্যাকআপ নামের অসাধারণ সফটওয়্যারটি ব্যবহার করে আপনি এই কাজটি অনায়াসেই করতে পারবেন।
“MozBackup” নামের এই অসাধারণ এবং ছোট ফ্রিওয়্যার সফটওয়্যার দিয়ে মজিলা ফায়ার ফক্সের সকল কিছুই ব্যাকআপ রাখা যাবে পরবর্তীতে ব্যবহারের জন্য।

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/q71/s720x720/1464660_668580406506986_173002309_n.jpg)

একনজরে MozBackup এর ফিচার
• বুকমার্ক ব্যাকআপ রাখা।
• হিস্টোরি সেভ রাখা।
• সকল ধরণের অ্যাডঅনস, প্লাগ ইন ইত্যাদি ব্যাকআপ রাখা।
• সকল পাসওয়ার্ড সেভ রাখা এমনকি মাস্টার পাসওয়ার্ডসহও সেভ রাখা।
• ব্যাকআপ ফাইল পাসওয়ার্ড প্রোটেক্ট রাখা।
• সবশেষে এই ব্যাকআপ ফাইলটি দিয়ে যে কোন কম্পিউটারে নিজের কম্পিউটারের ব্রাউজারের রুপ দেয়া।

যে সব টুলে এই সফটওয়্যার সাপোর্ট করে
• Firefox 1.0 or newer
• Thunderbird 1.0 or newer
• Sunbird 0.3 – 0.9
• Flock 1.0 – 2.6
• Postbox (Express) 1.0 or newer
• SeaMonkey 1.0a or newer
• Mozilla Suite 1.7 – 1.7.x
• Spicebird 0.4 – 0.8
• Songbird 1.0 or newer
• Netscape 7.x, 9.x
• Wyzo
এছাড়াও Windows 98/ME/NT/2000/XP/2003/Vista/⅞ সাপোর্ট করে।

যেভাবে ব্যবহার করবেন
সফটওয়্যারটি ডাউনলোড করে রার ফাইলটি এক্সার্ট করুন। তারপর Mozilla Firefox Close করে সফটওয়্যারটি ওপেন করে Next এ ক্লিক করে Backup a profile select করে Next এ click করে Password দিয়ে Save করুন। এবং পরবর্তীতে Backup File Restore করতে Software Open করে Next এ ক্লিক করে Restore a profile select করে Next এ click করে File Browse করে আবার Next এ click করে Password দিয়ে Finish করুন। এবং সম্পূর্ণ Process টি করার সময় আপনার Browser টি বন্ধ রাখতে হবে।

Download Link: http://mozbackup.jasnapaka.com/
Title: Re: আপনার ইন্টারনেট ব্রাউজারের সবকিছুই ব্যাকআপ রাখুন আজীবন
Post by: R B Habib on January 05, 2014, 01:03:44 PM
Very informative. Thanks for sharing
Title: Re: আপনার ইন্টারনেট ব্রাউজারের সবকিছুই ব্যাকআপ রাখুন আজীবন
Post by: Md.Robiul Hasan Ovy on January 07, 2014, 08:38:27 PM
Welcome mam :)