Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on January 12, 2014, 11:18:08 PM
-
এইচডি বা হাই ডেফিনেশন মানের তুলনায় চারগুণ বেশি রেজুলেশনের আলট্রা হাই ডেফিনেশন বা ফোরকে ডিসপ্লেযুক্ত ল্যাপটপ তৈরি করেছে তোশিবা। প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বে তারাই প্রথম ফোরকে ইউএইচডি ডিসপ্লেযুক্ত ল্যাপটপ উন্মুক্ত করছে।
৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজ্যুমার ইলেকট্রনিকস ২০১৪ শো উপলক্ষে নতুন দুটি মডেলের ল্যাপটপ প্রদর্শন করছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান তোশিবা।
গত মঙ্গলবার টেকরা ডব্লিউ৫০ ও স্যাটেলাইট পি৫০টি মডেলের ল্যাপটপ দুটি প্রদর্শন করেছে তোশিবা। তোশিবা জানিয়েছে, বিশ্বে প্রথমবারের মতো ফোরকে প্রযুক্তির ডিসপ্লে যুক্ত করা হয়েছে এই দুটি মডেলে। অবশ্য উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ দুটির দাম এখনও প্রকাশ করেনি তোশিবা কর্তৃপক্ষ।তোশিবা স্যাটেলাইট পি৫০টি
উইন্ডোজের সর্বশেষ সংস্করণের ফোরকে ডিসপ্লেনির্ভর ল্যাপটপ উন্মুক্ত করায় উইন্ডোজ নির্মাতা মাইক্রোসফটও উচ্ছ্বসিত। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, পেশাদার ও উত্সাহীদের জন্য ১৫.৬ ইঞ্চি মাপের আলট্রা এইচডি ডিসপ্লেযুক্ত যে ল্যাপটপ এনেছে তাতে ফিচার হিসেবে থাকছে উইন্ডোজ ৮.১ ওএস। এ ডিসপ্লের কারণে ল্যাপটপ ডিসপ্লে রেজুলেশনকে পরবর্তী স্তরে নিয়ে গেল তোশিবা।
এ বছরের মাঝামাঝি সময়ে এই দুটি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়বে তোশিবা। এ ল্যাপটপে উন্নত মানের ছবি ও ভিডিও দেখার সুবিধা পাবেন ব্যবহারকারী।