Daffodil International University

Faculty of Allied Health Sciences => Pharmacy => Topic started by: alaminph on January 16, 2014, 04:45:11 PM

Title: হার্ট অ্যাটাক
Post by: alaminph on January 16, 2014, 04:45:11 PM
হার্ট অ্যাটাকের অস্বাভাবিক লক্ষণের মধ্যে প্রধান হলো বুকে ব্যথা ছাড়া হঠাৎ শুরু হওয়া শ্বাসকষ্ট, ভীষণ দুর্বলতা বা অস্বাভাবিক ক্লান্তি, পেটের ওপর দিকে বা পেছনে ব্যথা, গ্যাস্ট্রিক বা বদহজমের মতো অনুভূতি, বমি ভাব বা বমি, মাথা ঝিমঝিম করা, মাথা হালকা হয়ে যাওয়া, হূৎস্পন্দনে বা নাড়ির গতিতে অস্বাভাবিকতা ইত্যাদি। যাঁরা হূদেরাগের ঝুঁকিতে আছেন তাঁদের এ ধরনের লক্ষণ দেখা দিলেও সতর্ক হওয়া উচিত। পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তে উচ্চমাত্রার চর্বি আছে এমন ব্যক্তি, ওজনাধিক্য, ধূমপায়ী ব্যক্তিরা হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন। যেকোনো অস্বাভাবিকতা, এমনকি কেবল অন্য ধরনের খারাপ লাগার অনুভূতি এদের জন্য গুরুত্বপূর্ণ।
Title: Re: হার্ট অ্যাটাক
Post by: mustafiz on January 18, 2014, 11:50:03 AM
It's a good information.
Title: Re: হার্ট অ্যাটাক
Post by: A.S. Rafi on January 22, 2014, 01:16:09 PM
thanks for spreading the awareness
Title: Re: হার্ট অ্যাটাক
Post by: R B Habib on January 22, 2014, 02:16:40 PM
Informative