Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: maruppharm on January 17, 2014, 12:54:16 PM

Title: BMW wants to build automated car
Post by: maruppharm on January 17, 2014, 12:54:16 PM
চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে গাড়ি। জার্মান গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান বিএমডব্লিউ দ্রুতগতির স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি নিয়ে পরীক্ষা করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
বিএমডব্লিউ দাবি করেছে, তাদের তৈরি দুটি মডেলের স্বয়ংক্রিয় গাড়ি রেসিং কারের মতোই দক্ষতাসম্পন্ন হবে। বিএমডব্লিউর ২-সিরিজ কুপ ও ৬-সিরিজ গ্রান কুপ মডেলের গাড়ি এবার লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রদর্শিত হয়েছে।
বিএমডব্লিউর তৈরি দুটি প্রোটোটাইপ মডেলে রয়েছে লিডার সিস্টেম। রাডার, সেন্সর ও ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ের এই পদ্ধতিতে চারপাশের অবস্থা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে গাড়ি।
বিএমডব্লিউ কর্তৃপক্ষ আরও দাবি করেছে, তাদের তৈরি স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে গাড়ির গতি বেশি থাকা অবস্থায়ও নিরাপদে চলতে সক্ষম হবে।