Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: maruppharm on January 20, 2014, 12:31:07 PM
-
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল প্রায় অবিকৃত রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। মাঝখানে বেশ অনেক দিন দলের বাইরে থাকা ইমরুল ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সের পুরস্কারটা পেয়ে গেলেন হাতে-হাতেই।
১৪ জনের ঘোষিত এই স্কোয়াডে জায়গা মিলেছে শামসুর রহমানেরও। এর আগে ছোট ফরম্যাটে দলে থাকলেও শামসুর রহমান এই প্রথম টেস্ট দলে জায়গা পেলেন। কিছু দিন বিসিএলে তাঁর ২৬৭ রানের ইনিংসটিই শামসুরের টেস্ট অভিষেকের সম্ভাবনা তৈরি করেছে। তামিম ইকবালের জুটি হিসেবে একাদশে কে থাকবেন ইমরুল না শামসুর—ঘোষিত স্কোয়াড সেই মধুর সমস্যাও তৈরি করেছে। দুইজনেই এই মুহূর্তে রয়েছেন ভালো ফর্মে।
ঘোষিত স্কোয়াডে স্পিনার রাখা হয়েছে তিনজন—রাজ্জাক, সোহাগ গাজী ও মাহমুদউল্লাহ। পেসারও তিনজন—রবিউল, রুবেল ও আল-আমিন হোসেন।
আগামী ২৭ জানুয়ারি থেকে মিরপুরে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মার্শাল আইয়ূব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন