Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: sadia.ameen on January 21, 2014, 03:46:52 PM
-
জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ভিএলসির প্রকাশক ভিডিওল্যান সম্প্রতি তাদের আইওএস সংস্করণটির নতুন আপডেট বের করেছে। আইওএস ৭-এর জন্য রিডিজাইন করা এই অ্যাপটিতে রয়েছে বাড়তি কিছু নতুন সুবিধা।
ভিডিওল্যান জানিয়েছে, নতুন সংস্করণটিতে গুগল ড্রাইভ ও ড্রপবক্স ইন্টিগ্রেশন সুবিধা রয়েছে। ফলে ড্রপবক্স থেকে মিউজিক সরাসরি স্ট্রিম করা যাবে আইফোন বা আইপ্যাডে। আইওএস ৭-এর ডিজাইন অবলম্বনে নতুন ইন্টারফেসের পাশাপাশি এতে রয়েছে মাল্টি-টাচ জেসচার সাপোর্ট, স্টার্ট-আপ টিউটোরিয়াল, উন্নত ডিকোডার এবং HEVC / H.265 ও VP9 সাপোর্ট। এছাড়াও উন্নত লাইব্রেরি সাপোর্ট এবং পাসলকের মাধ্যমে বেটার প্রাইভেসি সুবিধাও আনা হয়েছে নতুন এই সংস্করণে।
আইওএস ব্যবহারকারীরা এখনই অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভিএলসির নতুন সংস্করণটি। চাইলে ডকুমেন্টেশন উইকিতে নতুন কী কী পরিবর্তন এসেছে তাও এক নজরে দেখে নিতে পারেন।