Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: sadia.ameen on January 21, 2014, 03:47:45 PM

Title: আধুনিক সংগীতের ইতিহাস চিত্র সংরক্ষণ করছে গুগল
Post by: sadia.ameen on January 21, 2014, 03:47:45 PM
গুগল অনেক আগে থেকেই ইন্টারনেটে গানের আপলোড কিংবা ডাউনলোডের মত বিষয়গুলো সম্পর্কিত তথ্য সংরক্ষণ করছে। তবে একটা প্রশ্ন রয়েই গিয়েছিল যে এসব তথ্য দিয়ে গুগল আসলে ঠিক কী করবে। তবে অবশেষে হয়ত সেই প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে। বিপুল এ তথ্য গুগল তাদের চলমান এক প্রকল্পে কাজে লাগাবে। আর তা হচ্ছে সংগীতের ইতিহাস চিত্র সংরক্ষণ।

এই প্রকল্পের আওতায় থাকছে নানাবিধ তথ্যের সুযোগ সুবিধা। কোন কোন ধাঁচের সংগীত কোন সময়ে বেশি জনপ্রিয় ছিল কিংবা কখন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছিল তার পরিসংখ্যানিক উপাত্ত লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হবে। এমনকি কোন একজন শিল্পীর কোন অ্যালবাম সবচাইতে বেশি জনপ্রিয় ছিল, কোন ব্যান্ডদলের কোন গান কিংবা অ্যালবাম সমসাময়িক অন্যান্য গান কিংবা অ্যালবামের তুলনায় কতটা জনপ্রিয়তা লাভ করেছিল তাও দেখা যাবে এই প্রকল্পের আওতায়।
Title: Re: আধুনিক সংগীতের ইতিহাস চিত্র সংরক্ষণ করছে গুগল
Post by: R B Habib on January 22, 2014, 03:00:31 PM
Good effort