Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: sadia.ameen on January 21, 2014, 03:48:15 PM
-
মাইক্রোসফটের বিরুদ্ধে বেশ ভালোভাবেই উঠেপড়ে লেগেছে হ্যাকারদের সংগঠন। সিরিয়ান ইলেকট্রনিক আর্মি নামধারী এই সংগঠনটি গত কয়েক সপ্তাহ ধরে টানা মাইক্রোসফটের বিভিন্ন সার্ভার হ্যাক করে আসছে। সম্প্রতি আবারও তারা মাইক্রোসফট অফিস ব্লগ হ্যাক করতে সক্ষম হয়েছে।
সূত্র জানিয়েছে, হ্যাক করার পর ‘হ্যাকড বাই দি সিরিয়ান ইলেকট্রনিক আর্মি’ শিরোনামের বেশ কয়েকটি পোস্ট মাইক্রোসফট অফিসের ব্লগে প্রকাশ করা হয়। হ্যাকার সংগঠনটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই হামলার দায় শিকার করে অফিস ব্লগের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলের ছবি প্রকাশ করে। সংগঠনটি লিখে, ‘আপনাদের কর্মীরা যদি হ্যাকড হয় আর তারা সেটা না জানে, তাহলে সিএমএস পরিবর্তন করে কোনো লাভ হবে না।’
উল্লেখ্য, সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা এক প্রকার সফটওয়্যার যেটা ব্যবহার করে ওয়েবসাইট পরিচালনার কাজ করা হয়।
এর আগে সিরিয়ান ইলেকট্রনিক আর্মি ঘোষণা করে তারা মাইক্রোসফটের কিছু সংখ্যক কর্মীর ইমেইল অ্যাকাউন্টে প্রবেশাধিকার নিয়ে নিয়েছে। এরপর তাদের নিয়েই মাইক্রোসফট কর্মীদের মধ্যকার একটি ইমেইল বার্তা প্রকাশ করে দেয়া হয়। তার আগে মাইক্রোসফটের অধীনে থাকা স্কাইপের অফিসিয়াল টুইটার ও ব্লগ হ্যাক করে নিজেদের বার্তা প্রকাশ করে এই সংগঠনটি।
-
Be aware Microsoft