Daffodil International University
Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: sadia.ameen on January 21, 2014, 03:52:59 PM
-
ইন্টারনেটের এই স্বর্ণ যুগেও অনেকেই অনলাইন অ্যাকাউন্টে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করছেন। খুব সহজ এ সব পাসওয়ার্ডধারী অ্যাকাউন্ট প্রতিনিয়ত হ্যাকিং এর শিকার হচ্ছে, অথচ দোষ চলে যাচ্ছে অপারেটিং সিস্টেম বা ব্রাউজারের কাঁধেই। যে কেউ অনুমান করে বের করতে পারবেন এমন পাসওয়ার্ডের সংখ্যা কত সে নিয়ে প্রতি বছরের মত এবারো স্প্ল্যাশডাটা একটি তালিকা প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, এবারের সবচয়ে দুর্বল পাসওয়ার্ডের জায়গা দখল করে নিয়েছে "123456" পাসওয়ার্ডটি। এর আগের বছর শীর্ষে ছিল “password”।
আজও অনেকেই মনে করেন কিবোর্ডের ওপরের সারির প্রথম ৬টি সংখ্যা শক্ত পাসওয়ার্ডের কাজ করে, সেটাই সবচাইতে ভয়ংকর ব্যাপার। তবে গত বছরের তালিকার শীর্ষের “password” তালিকা থেকে বাদ পরেনি, এবার সেটি দ্বিতীয় স্থান দখল করেছে। আরও অবাক করা বিষয় হচ্ছে, তৃতীয় স্থানে এসেছে “12345678”।
এবার নতুন দুটি পাসওয়ার্ড তালিকাতে যুক্ত হয়েছে। সেগুলো হচ্ছে “adobe123” ও “photoshop”। এই পাসওয়ার্ডগুলোর ব্যবহার সম্প্রতি হঠাৎ বেড়ে গেছে। তালিকার সর্বশেষ স্থানে রয়েছে বরাবরের মত “shadow” পাসওয়ার্ড।
আপনার কোনও পাসওয়ার্ড যদি এই তালিকার কোনওটি হয়ে থাকে তবে এখনই তা বদলে নিন। নাহয় আপনার গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের কবলে যেতে বেশিদিন লাগবে না। http://tech.priyo.com/?q=news/2014/1/21/23615.html
-
Who uses them these days? People who still use such passwords should give you a treat for this post. :D