Daffodil International University

Faculties and Departments => Teaching & Research Forum => Topic started by: Mohammad Salek Parvez on January 26, 2014, 12:52:30 PM

Title: Math : Easy or Difficult ? –– 2.
Post by: Mohammad Salek Parvez on January 26, 2014, 12:52:30 PM
অঙ্ক নিয়ে মাথা ঘামায় এমন একটি প্রতিষ্ঠান আছে আমেরিকাতে । নাম  Clay Mathematics Institute . ২০০০ সালের গোঁড়ার দিকে কিছু expert mathematician এর সাহায্যে নিয়ে ওরা খুঁজে বের করল এমন কঠিন কিছু অঙ্ক যেগুলোকে বহু বৎসর ধরে চেষ্টা করেও সমাধান করা যাচ্ছে না। ব্যাস ! অতঃপর ঐ তালিকা থেকে  মাত্র ৭ টি অঙ্ক বেছে নিয়ে ঘোষণা দিল, যে কোন একটি অঙ্ক সমাধান করতে পারলে $ 10,00,000 পুরস্কার দেয়া হবে। শর্ত হল, সমাধান পেশ করার পর ২ বৎসর অপেক্ষা করতে হবে ; সমাধানটা পরীক্ষা করা হবে দুনিয়ার বাঘা বাঘা গণিতজ্ঞদের দিয়ে। সে পরীক্ষায় যদি সমাধানটি নির্ভুল প্রমাণিত হয়, তবে তাকে স্বীকৃতি এবং পুরস্কার দুটোই দেয়া হবে। ভবিষ্যতে যদি কেহ ঐ সমাধানকে ভুল প্রমাণিত করে, তবে স্বীকৃতি বাতিল হয়ে যাবে কিন্তু পুরস্কার ফেরত নেয়া হবে না । অঙ্কগুলো একত্র Millenium Problems নামে বিখ্যাত হয়ে গেল। এগুলো হচ্ছে : 
Navier–Stokes Equation
Poincaré Conjecture
Yang–Mills and Mass Gap
Riemann Hypothesis
P vs NP Problem
Hodge Conjecture
Birch and Swinnerton-Dyer Conjecture

(চলবে )

Title: Re: Math : Easy or Difficult ? –– 2.
Post by: Debangshu Paul on July 14, 2014, 11:24:29 PM
I dint know this before :D
Title: Re: Math : Easy or Difficult ? –– 2.
Post by: kwnafi on July 16, 2014, 09:02:08 PM
Informative post