(http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/01/14/peacock-spider-1-6-.jpg/ALTERNATES/w300/peacock-spider-1%5B6%5D.jpg)
(http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/01/14/peacock-spider-13-6-.jpg/ALTERNATES/w300/peacock-spider-13%5B6%5D.jpg)
উজ্জ্বল রংয়ের ছোট্ট এই ময়ূর মাকড়সাদের ইংরেজিতে বলা হয় ‘পিকক স্পাইডার’। একজন মানুষের বুড়ো আঙুলের নখের সমান এদের আয়তন। কাজেই ওদের ভয় পাওয়ারও কিছুই নেই।
এমনিতে বেশিরভাগ প্রাণীর গায়ের রংয়ের উজ্জ্বলতা প্রকাশ করে এক ধরনের সতর্কবাণী, যেন শিকারিরা দূরে থাকে। কিন্তু ময়ূর মাকড়সার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এদের গায়ে উজ্জ্বল রং থাকে নারী মাকড়সাদের আকৃষ্ট করার জন্য।
সঙ্গিনীকে আকৃষ্ট করার জন্য এরা কী না করে! রঙিন গায়ে নেচেও বেড়ায়। হ্যাঁ, প্রজননের সময় নারী মাকড়সাকে খুশি করার জন্য নাচতে হয় পুরুষ ময়ূর মাকড়সাদের!
চমৎকার এই প্রাণীটির দেখে মেলে শুধু অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে। কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস প্রদেশের বনে এই খুদে মাকড়সাদের পাওয়া যায়। কিন্তু এদের খুঁজে পাওয়া ভারি কঠিন। কারণ লাফিয়ে লাফিয়ে দ্রুত জায়গা বদল করে এরা।