(http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/01/14/banana_slug_2.jpg/ALTERNATES/w300/banana_slug_2.jpg)
নাম দেখেই আঁৎকে উঠবে অনেকে। কলা শামুক আবার কী! এই শামুকরা দেখতে একদম পাকা কলার মতো হলদে রংয়ের বলেই নাম হয়েছে কলা শামুক।
প্রায় ৯.৮ ইঞ্চি লম্বা এই শামুকরা ডাঙার শামুকদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রজাতি। আর সব শামুকের মতোই এদের থাকে চারটি করে শুঁড়। মাথার উপরের দুটি শুঁড় দিয়ে এরা আলো-বাতাসের ধরন বুঝতে পারে। আর নিচের দুটি শুঁড় দিয়ে এরা পরীক্ষা করে রাসায়নিক পদার্থ।
কলা শামুক কিংবা ‘ব্যানানা স্লাগ’-এর বাড়ি উত্তর আমেরিকায়। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে শুরু করে আলাস্কা, এমনকি ক্যালিফোর্নিয়াতেও দেখা পাওয়া যায় এদের। প্রতি মিনিটে সাড়ে ৬ ইঞ্চি দূরত্ব অতিক্রম করতে পারে এরা।