Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: shan_chydiu on February 02, 2014, 01:29:40 PM

Title: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: shan_chydiu on February 02, 2014, 01:29:40 PM
•   মশা কিংবা অন্য কোন পোকা কামড় দিলে অনেক সময় চুলকায় বা জ্বালাপোড়া করে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালাভাব ও চুলকানি কমে যাবে।
•   কার্পেটে অনেক সময় খাবার পড়ে দাগ হয়ে যায়। কার্পেটের জেদী দাগ ওঠাতে টুথপেস্ট কার্যকরী। কার্পেটের যেই স্থানে দাগ লেগেছে সেখানে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে কিছুক্ষন ঘষুন। এরপর কাপড় ভিজিয়ে ধীরে ধীরে মুছে ফেলুন। কার্পেটের দাগ চলে যাবে।
•   রাঁধতে দিয়ে হঠাৎ হাত পুড়ে যেতে পারে। অল্প পুড়ে গেলে পোড়া স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালা কমে যাবে। তবে বেশি পোড়ায় একদম এই বুদ্ধি চলবে না।
•   মুখে ব্রণের উপদ্রব কার ভালো লাগে বলুন? ত্বকে ব্রণ হলে ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে দেখবেন ব্রণের আকৃতি ছোট হয়ে গিয়েছে।
•   অনেক সময় রান্নার মশলা লেগে নখ হলুদ হয়ে যায়। নখে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। নখের হলুদ ভাব চলে যাবে।
•   পুরানো রূপার গয়নার চাকচিক্য বাড়াতে টুথপেস্ট কার্যকরী। পুরানো রূপার গয়নায় টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: nadimhaider on February 13, 2014, 11:18:03 PM
7. some kids eat but no dysentery.
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: Narayan on February 16, 2014, 09:42:46 PM
চমৎকার জিনিষ জানা হল... শেয়ার করার জন্য ধন্যবাদ।
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: R B Habib on February 17, 2014, 12:18:55 PM
পুরানো রূপার গয়নার চাকচিক্য বাড়াতে টুথপেস্ট কার্যকরী। পুরানো রূপার গয়নায় টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Interesting Information
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: Mostakima Mafruha Lubna on February 17, 2014, 04:38:19 PM
Very interesting at the same time useful information, thank you for sharing.
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: susmita on February 19, 2014, 01:51:10 PM
interesting thanks for sharing
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: sayma on February 26, 2014, 10:13:57 AM
interesting post.. thank u...
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: shahina on March 01, 2014, 08:37:24 AM
found it very helpful
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: irina on March 01, 2014, 12:03:54 PM
•   অনেক সময় রান্নার মশলা লেগে নখ হলুদ হয়ে যায়। নখে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। নখের হলুদ ভাব চলে যাবে।
I am currently using it.
Title: Re: টুথপেস্টের ৬টি ভিন্নধর্মী মজার ব্যবহার!
Post by: akhishipu on March 11, 2014, 04:59:05 PM
Helpful post