Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: arefin on February 07, 2014, 02:28:37 PM

Title: Vehicle-to-vehicle communication first step in improved roadway safety
Post by: arefin on February 07, 2014, 02:28:37 PM
(http://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/02/06/new-cars-to-be-required-to-.jpg/ALTERNATES/w620/New-Cars-to-Be-Required-to-.jpg)
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বছরে মারা যায় অন্তত ৩০ হাজার মানুষ। দুর্ঘটনা এড়াতে গাড়িতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। এতে সামনে, পেছনে অথবা পাশ থেকে কোনো গাড়ি আসলে স্বর্য়ক্রিয়ভাবে বার্তা চলে আসবে চালকের কাছে। এ জন্য ভেহিক্যাল টু ভেহিক্যাল (ভিটুভি) টেকনোলজি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ওবামা প্রশাসন। ২০১৬ সাল নাগাদ ওই ব্যবহারের পরিপত্র জারি করবে প্রশাসন।

প্রত্যেক গাড়িতে ভিটুভি সেন্সর ব্যবহারের ফলে পেছন থেকে আসা কোনো গাড়ি সামনেরটিকে ধাক্কা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে পারবে অথবা স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণে চলে আসবে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন (ডট) ২০১২ সালে তিন হাজার গাড়িতে ভিটুভি প্রযুক্তি পরীক্ষামূলক ব্যবহার করে। এতে দেখা গেছে, ওই প্রযুক্তি ব্যবহার করা গাড়িগুলো সড়কপথে শতকরা ৮০ ভাগ পর্যন্ত দুর্ঘটনা এড়াতে সক্ষম।

যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব অ্যানথনি ফক্স এবিসি নিউজকে এ প্রযুক্তি সম্পর্কে বলেন, “গাড়িতে যাত্রীর নিরাপত্তার জন্য সিটবেল্টের মতো আরও কিছু নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন আছে। আমরা মনে করি তারবিহীন ভিটুভি টেকনোলজি ব্যবহারে একটি গাড়ি অন্যটির সঙ্গে যোগাযোগ করতে পারবে। এতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।”

১০০ থেকে ২০০ ডলারের মধ্যেই গাড়িতে ওই প্রযুক্তি ব্যবহার করা যাবে।
Title: Re: Vehicle-to-vehicle communication first step in improved roadway safety
Post by: najnin on February 09, 2014, 12:41:48 PM
ভাল টেকনোলজি!
Title: Re: Vehicle-to-vehicle communication first step in improved roadway safety
Post by: arefin on February 12, 2014, 12:32:34 PM
Just an enhancement of intelligent Vehicular ad-hoc networking
Title: Re: Vehicle-to-vehicle communication first step in improved roadway safety
Post by: bcdas on February 24, 2014, 11:10:39 AM
The safety connection

Today’s roads truly are danger zones. Each year, more than 10 million motor-vehicle crashes occur in the U.S.; in 2010, they resulted in 32,885 fatalities, according to NHTSA. That’s the lowest level since 1949, but it’s still an unacceptably high yearly tally that amounts to almost four deaths per hour. And about a fifth of those fatalities occur at intersections.

The national Centers for Disease Control and Prevention notes that motor-vehicle crashes are the leading cause of death for people 5 to 34 years old and that they amount to more than $99 billion a year in medical and lost-work costs because of injuries. Scott Belcher, president of the Intelligent Transportation Society of America, a nonprofit trade and academic organization that advocates for advanced transportation technology, says, “If you think about the impact that crashes have on the economy, transportation and mobility, and the environment, [V2X] has the potential to be a game changer.”

Roadway deaths have been reduced, thanks in part to important safety developments such as advanced air bags, well-designed vehicle structure, and electronic stability control. NHTSA says that V2X addresses a wider range of crash scenarios than any of those single technologies.

(http://static2.consumerreportscdn.org/content/dam/cro/magazine-articles/2012/April/cr042k12-Intersection.jpg)

Each car transmits its data 10 times per second. That allows a car equipped with the technology to create a real-time virtual map of all vehicles in the area, individually monitoring their position, speed, and location, and calculating whether another vehicle could cause a collision with yours. If the system determines a crash is possible, it will alert the driver through real-time audible, visual, and even tactile alerts (a vibration in the seat or steering wheel), depending on the design. V2X can also alert distracted drivers to potential hazards even when they’re looking away from the road.