Daffodil International University
Famous => Place => Topic started by: Farhana Israt Jahan on February 11, 2014, 03:57:59 PM
-
বসবাসের “অযোগ্য” ১০টি শহর...!
‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা প্রকাশ করেছে বিশ্বের বসবাসের অযোগ্য শীর্ষ ১০ শহরের তালিকা। Economist Intelligence Unit এর global “liveability” study মূলত বিশ্বের বিভিন্ন শহরের অপরাধ মাত্রা, সংঘর্ষের আশঙ্কা, চিকিৎসা ব্যবস্থার মান, গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ, তাপমাত্রা, স্কুল ও যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে পরিচালিত হয়েছে। আর এর মাধ্যমেই উঠে আসে একটি শহর কতটুকু বসবাসের যোগ্য কিংবা অযোগ্য সেই তথ্যটি। তালিকায় প্রথম অবস্থানটি দখল করে আছে আমাদের রাজধানী ঢাকা!
(১)ঢাকা, বাংলাদেশঃ
বিশ্বের বসবাসের অযোগ্য শীর্ষ ১০ শহরের প্রথম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ঢাকার স্কোর ১০০ তে ৩৮.৭।
(২)পোর্ট মরেসবে, পাপুয়া নিউ গিনিঃ
দ্বিতীয় অবস্থানে আছে পাপুয়া নিউ গিনির শহর পোর্ট মরেসবে। এ শহরের স্কোর ১০০ তে ৩৮.৯।
(৩)লাগোস,নাইজেরিয়াঃ
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়ার লাগোস শহর। শহরটির স্কোর ৩৯.০।
(৪)হারারে,জিম্বাবুয়েঃ
জিম্বাবুয়ের রাজধানী এ শহরটি নেমে এসেছে তালিকার চার নম্বরে, স্কোর ৩৯.৪।
(৫)আলজিয়ার্স,আলজেরিয়াঃ
৪০.৯ স্কোর নিয়ে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স রয়েছে ৫ম অবস্থানে।
(৬)করাচী,পাকিস্তানঃ
পাকিস্তানের এ শহর রয়েছে তালিকার ৬ষ্ঠ অবস্থানে। স্কোর- ৪০.৯।
(৭)ত্রিপোলি,লিবিয়াঃ
গাদ্দাফি পরবর্তী যুগে লিবিয়ার রাজধানী এ শহরটির স্কোর ৪২.৮। -অবস্থান সপ্তম।
(৮)Douala,ক্যামেরুনঃ
৪৩.৩ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে আছে ক্যামেরুনের এ শহর।
(৯)তেহরান,ইরানঃ
ইরানের রাজধানী তেহরান রয়েছে তালিকার নবম অবস্থানে। স্কোর ৪৫.৮।
(১০)আবিদজান,আইভরি কোস্টঃ
তালিকার দশম অবস্থানে রয়েছে আবিদজান। ১০০তে এ শহরের স্কোর ৪৫.৯।