Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: Mohammad Salek Parvez on February 12, 2014, 04:16:00 PM
-
আমরা দেখে থাকি যে অনেক পাখি ইংরেজি অক্ষর ‘ভি’ বিন্যাসে উড়ে থাকে। কিন্তু এর রহস্য আমরা জানি না। তবে সম্প্রতি রয়েল ভেটোরিনারি কলেজ ফিটেড ডেটা লগার্সের বিজ্ঞানীদের এক গবেষণায় পাখিদের এভাবে উড়ার রহস্যের সমাধান উন্মোচন হয়েছে।
পরবর্তীতে এ গবেষণায় দেখা যায়, যখন পাখিরা বাতাসে ডানা মেলে দেয়, তখন তারা কিছুটা ত্রিকোণী অবস্থায় থাকে যা বাতাসকে নিচের দিকে পাঠিয়ে দেয়। এ পরিবর্তনটির মাধ্যমে বাতাস ডানার নিচের দিকের চেয়ে উপর দিয়ে জোরে প্রবাহিত হয়। এভাবে যখন ডানার উপরের বাতাসের চাপটি কমে আসে তখন ডানার নিচের দিকে একটি চাপ তৈরি হয়। বাতাসের চাপের এ তারতম্যটিই পাখিকে উড়তে সাহায্য করে।
এছাড়াও দেখা গেছে, পাখিরা সুবিধাজনক পন্থায় উড়ে থাকে এবং ক্রমশ উপরের দিকে ওঠার জন্য পেছনের পাখি তার সামনের পাখির ডানার প্রান্তের কাছাকাছি থাকে। এভাবে পাখিরা কম শক্তি খরচেই ঝাঁক বেঁধে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। অন্য পাখিরা ঝাঁকের কোন অবস্থানে আছে সে বিষয়ে পাখিরা বেশ সচেতন থাকে। তারা নিজেদের সর্বোত্তম সম্ভাব্য অবস্থানে রাখার চেষ্টা করে। এভাবেই ‘ভি’ বিন্যাস তৈরি হয়ে থাকে।
ref: breakingnews.com.bd ;২৯ জানুয়ারী ২০১৪.
but a natural question : how do the birds become so much expert in analyzing & calculating various forces' directions ?
the Quran gives the answer : “ তাদেরকে ( অর্থাৎ পক্ষীকুলকে ) কেহই (আকাশে) ধরে রাখে না, রহমান ( অর্থাৎ আল্লাহ্ ) ব্যতীত ( ৬৭ ঃ ১৯ ) ।”