Daffodil International University

Science & Information Technology => Science Discussion Forum => Latest Technology => Topic started by: Sultan Mahmud Sujon on February 16, 2014, 09:37:49 PM

Title: বিএমডব্লিউ আনছে স্বয়ংক্রিয় গাড়ি
Post by: Sultan Mahmud Sujon on February 16, 2014, 09:37:49 PM
(http://paimages.prothom-alo.com/contents/cache/images/400x0x1/uploads/media/2014/01/11/52d0da706a14c-BMW.jpg)

চালক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে গাড়ি। জার্মান গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান বিএমডব্লিউ দ্রুতগতির স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি নিয়ে পরীক্ষা করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
বিএমডব্লিউ দাবি করেছে, তাদের তৈরি দুটি মডেলের স্বয়ংক্রিয় গাড়ি রেসিং কারের মতোই দক্ষতাসম্পন্ন হবে। বিএমডব্লিউর ২-সিরিজ কুপ ও ৬-সিরিজ গ্রান কুপ মডেলের গাড়ি এবার লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রদর্শিত হয়েছে।
বিএমডব্লিউর তৈরি দুটি প্রোটোটাইপ মডেলে রয়েছে লিডার সিস্টেম। রাডার, সেন্সর ও ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ের এই পদ্ধতিতে চারপাশের অবস্থা বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে গাড়ি।
বিএমডব্লিউ কর্তৃপক্ষ আরও দাবি করেছে, তাদের তৈরি স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে গাড়ির গতি বেশি


prothom-alo.com