Daffodil International University
Faculty of Allied Health Sciences => Public Health => Topic started by: Arif on February 21, 2014, 11:09:07 AM
-
(অমর একুশে বই মেলা ২০১৪, স্টল-৩০৮)
ওষুধ জীবনধারনের অতি প্রয়োজনীয় উপাদান। মানুষ স্বভাবতই ওষুধের উপর নির্ভরশীল। একদিকে বাড়ছে রোগ, অন্যদিকে আসছে নতুন নতুন ওষুধ। জীবন রক্ষার প্রয়োজনীয় উপাদান ওষুধ সঠিকভাবে ব্যবহার না হলে হয়ে যেতে পারে বিষ। ওষুধ ওষুধ হবে, নাকি বিষ তা ওষুধের সঠিক মাত্রায় ব্যবহারের উপর নিভর করে। ওষুধ নিয়ে মানুষের অসচেতনতার কারনে একটা প্রশ্ন সামনে চলে এসেছে তা হল, মানুষের জন্য ওষুধ নাকি ওষুধ এর জন্য মানুষ? গুনগত মানের ওষুধ এর সঠিক প্রয়োগ এবং অপব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষে প্রকাশিত হল গুরুত্বপূর্ণ এই বইটি। এ বইটিতে ওষুধের বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয়েছে, যা জানা থাকলে আপনি নিরাপদ ভাবে ওষুধ ব্যবহার করতে পারবেন,
-
It's sure we misuse medicine.
-
This is true that we misuse medicines to great extent and it is even done sometimes by the medical practitioners. It is very much important that awareness be created regarding this respect.
Dr. Nadira Mehriban
Assistant Professor
Public Health.