Daffodil International University
Faculties and Departments => Business & Entrepreneurship => Real Estate => Topic started by: mamun187 on February 22, 2014, 01:04:27 PM
-
কোনো ক্যান ড্রিংক থেকে পানীয় গ্রহনের আগে খুব ভালো মত ক্যানটিকে ধুয়ে নিন এবং সম্ভব হলে গ্লাস্সে ঢেলে তারপর পানীয় গ্রহণ করুন। ক্যান থেকে সরাসরি পানীয় গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন পিকনিক এ যাওয়া এক পরিবারের দুইজন। মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তির পর মৃত্যু হয় একজনের। ময়না তদন্তে মৃত্যুর কারণ হিধেবে সনাক্ত করা হয় Leptospirosis কে যার সংক্রমণ হয় Leptospira নামক ভাইরাস থেকে।এই ক্ষেত্রে Leptospira এর উত্স ছিল ইদুরের মুত্র যা শুকিয়ে লেগে থাকে সফট ড্রিংকএর ক্যানগুলোর উপর। আমাদের দেশে বিভিন্ন পানীয়ের ক্যানগুলো ওয়ার হাউস এ থাকে যেগুলো বিক্রির আগে পরিষ্কার করা হয় না। অতএব , যেকোনো ক্যান থেকে পান করবার আগে ক্যানটি ভালমত পরিষ্কার করে নিন।
Source: Face Book