Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: shan_chydiu on March 12, 2014, 10:25:55 AM

Title: জীবনে আপনি কতটা সফল? নির্ণয় করতে পারেন এই সহজ কুইজ থেকে
Post by: shan_chydiu on March 12, 2014, 10:25:55 AM
অবসর সময়ে কিংবা ঘুমানোর আগে বিছানায় শুয়ে নিজের জীবন নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের প্রায় সকলেই অভ্যাস। জীবনে কী পেলাম আর কী পেলাম না, এইসব নিয়ে চিন্তা করে এবং জীবনের হিসাব মেলাতে গিয়ে অনেকে নিজের ঘুমটাই ভুলে যান। জীবনে কতোটুকু সফলতা এনেছেন কিংবা কোন বিফলতা গ্রাস করেছে, জীবনের সুখ-দুঃখ ইত্যাদি সব ধরণের চিন্তা ভাবনা করা মানুষের একটি স্বাভাবিক কাজ। প্রত্যেকটি মানুষই চান সফল একজন মানুষ হতে। সেকারনে প্রত্যেকেই এই ধরণের হিসাব করে থাকেন।
সবাই সফলতার পিছনেই ছোটেন। জীবনটাকে সফল করে তুলতেই তো এত সব কাজ কর্ম। কিন্তু জীবনের এই সময়ে এসে আসলেই কতোটুকু সফল আপনি কী তা জানেন? অনেকে হয়তো ভেবে থাকেন আমি সফল, অনেকে ভাবেন আমি সফল হতে পারলাম না। কিন্তু আপনি আসলে কতোটা সফল? যদি জীবনের সফলতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন তবে তা দূর করুন একটি কুইজের মাধ্যমে। নির্ণয় করে নিন জীবনে আপনি কতটা সফল এই কুইজ থেকে।
১. আপনার বয়স কত
ক) ১৮ বা তার নিচে
খ) ১৮ থেকে ২৫
গ) ২৬ থেকে ৩৫
ঘ) ৩৫ এর ঊর্ধ্বে
২. আপনি কি করেন?
ক) ছাত্র/ছাত্রী
খ) কিছুই না।
গ) চাকুরী
ঘ) ব্যবসা
৩. আপনি আজ পর্যন্ত যা আশা করেছিলেন তার কতোটুকু পূরণ হয়েছে?
ক) অনেক আশাই পূরণ হয়েছে
খ) অপূর্ণতা তো থাকেই কিছুটা
গ) সকল আশা পূরণ হয়েছে
ঘ) জীবনে কিছুই পেলাম না
৪. কর্মক্ষেত্রে আপনার সফলতা কতোটুকু?
ক) অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, সফলতা হাতে আসেনি।
খ) সফল। যা চেয়েছিলাম সে অনুযায়ীই পাচ্ছি।
গ) বারবার ব্যর্থ হচ্ছি। জীবনে সেট হতে পারছিনা কিছুতেই।
ঘ) সফলতা হাতে এসেও আসেনি। তবে আসবে।
৫. প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি কোন অবস্থানে আছেন?
ক) আপাতত কোনো সম্পর্ক নেই। তবে হবে।
খ) সম্পর্ক টিকে থাকে না। আমি সত্যিকারের ভালোবাসা পেলাম না।
গ) সম্পর্কের ব্যাপারে আমি খুব বেশি ভাবি না।
ঘ) খুঁজে পেয়েছি জীবনসঙ্গী। সুখেই আছি।
৬. জীবনের কতোটা সময় আপনি কাটিয়েছেন বিষণ্ণভাবে?
ক) বিষণ্ণতায় কাটানোর মত সময় আছে নাকি।
খ) কোন আশাভঙ্গ হলেই বিষণ্ণতা ঘিরে ধরে।
গ) কিছু কিছু ব্যাপারে বিষণ্ণ ছিলাম কিন্তু এখন আর নেই।
ঘ) বিষণ্ণ থাকতে চাই না কিন্তু কি করবো। সফল হতে না পারলে বিষণ্ণতা আসেই।
৭. নিজের পরিবারে আপনার অবস্থান কি ধরণের?
ক) পরিবারের সবাই কেমন যেন বদলে যাচ্ছে, ভালো ভাবে কেউ কথাও বলে না।
খ) পরিবারের সবার সাথে সম্পর্ক আগের চাইতে আরও বেশি ভালো হয়েছে
গ) অবশ্যই ভালো। আমার মতামতের গুরুত্ব আছে সবার কাছে।
ঘ) পরিবারকে দেয়ার মত সময় পাই না। তাই বুঝিও না।
৮. আপনার বন্ধুদের সাথে আপনার সম্পর্ক কি ধরণের?
ক) অনেকেই আমার কাছে পরামর্শের জন্য আসে।
খ) বন্ধুদের সাথে সব সময় যেমন ছিলাম তেমনই আছি।
গ) আমার ধারণা আমার বন্ধুদের মধ্যে অনেকেই আমাকে হিংসা করে, সেজন্য তারা দূরে সরে যাচ্ছে।
ঘ) বন্ধুদের সাথে দেখা নেই অনেক দিন। জীবন সংগ্রামে পিছিয়ে আসি, তাদের সামনে যেতে আমার নিজেরই লজ্জা করে।
৯. নিজের খেয়াল খুশি মত কাটিয়েছেন কতোটা সময়?
ক) নিজের খুশি মত কাটানোর সময় পাই নি কখনো।
খ) অনেক বেশি, আমার ধারণা সেটাই আমার ভুল ছিল।
গ) অনেক বেশি, কিন্তু আমার কোনো আফসোস নেই। যা কাটিয়েছি ভালো ছিল।
ঘ) একদমই না আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য এই ধরণের কিছুই করতে পারি নি।
১০. আপনার জীবনের দর্শন কোনটি?
ক) জীবন একটাই, কি হবে তা নিয়ে চিন্তা করে লাভ নেই।
খ) যে কোন মূল্যে লক্ষ্যে পৌঁছানো উচিৎ
গ) জীবনে সুখি হতে হলে অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো।
ঘ) ভাগ্যে থাকলে সবই সম্ভব
১১. জীবনে আপনি যা পেয়েছেন বা হারিয়েছেন তার মধ্য থেকে নিচের কোন বাক্যটি আপনি শিক্ষা পেয়েছেন?
ক) স্বার্থপর থাকাই ভালো, নইলে জীবনে সফল হওয়া যায় না।
খ) নিজের ভাগ্য নিজেকে গড়ে নিতে হয়।
গ) টাকা পয়সা সুখ দিতে পারে না
ঘ) ভাগ্যে না থাকলে কিছুই হয় না
১২. আপনি নিজেকে কতোটা সফল ভাবেন?
ক) আমি পুরোপুরি সফল একজন মানুষ
খ) এখনও সফল নই, কিন্তু আগামীতে ঠিকই সফল হবো
গ) আমার কপালে সফলতা নেই।
ঘ) অনেক সফল হতে পারতাম কিন্তু নিজের ভুলের জন্যই হয়নি।
১৩. আপনি কি ভাবেন আপনি জীবনে সফলতা আনতে পারবেন?
ক) হ্যাঁ, অবশ্যই পারবো।
খ) আমি সফল। এর ঊর্ধ্বে যাওয়ার ইচ্ছা নেই।
গ) জানি না, ভাগ্যে লেখা থাকলে হয়তো।
ঘ) সফল হতে হলে অনেক কিছু করতে হবে।
ফলাফলঃ
১ এর ক-৫, খ-১০, গ-১৫, ঘ-২০
২ এর ক-১০, খ-৫, গ-১৫, ঘ-২০
৩ এর ক-১৫, খ-১০, গ-২০, ঘ-৫
৪ এর ক-১০, খ-২০, গ-৫, ঘ-১৫
৫ এর ক-১০, খ-৫, গ-১৫, ঘ-২০
৬ এর ক-২০, খ-৫, গ-১৫, ঘ-১০
৭ এর ক-৫, খ-১৫, গ-২০, ঘ-১০
৮ এর ক-১০, খ-১৫, গ-২০, ঘ-৫
৯ এর ক-১০, খ-৫, গ-১৫, ঘ-২০
১০ এর ক-১০, খ-২০, গ-১৫, ঘ-৫
১১ এর ক-২০, খ-১৫, গ-১০, ঘ-৫
১২ এর ক-২০, খ-১৫, গ-৫, ঘ-১০
১৩ এর ক-১৫, খ-২০, গ-৫, ঘ-১০
৬৫ থেকে ১১৯ এর জন্যঃ
আপানার জীবনে ব্যর্থতা অনেক বেশী। আপনার সব চাইতে বড় সমস্যা আপনি অনেক নিরাশায় ভোগেন।এবং ভাগ্যের ওপর ভরসা করে থেকে নিজে তেমন কোন চেষ্টাই করেন না। আপনাকে বুঝতে হবে ভাগ্য নিজে থেকে গড়ে নিতে হয়। একটু আশাবাদী হোন, নিরাশ হবেন না। চেষ্টা করুন হয়তো সকল ব্যর্থতা ভুলে নতুন ভাবে সফল হতে পারবেন জীবনে।
১২০ থেকে ১৭৯ এর জন্যঃ
আপনি জীবনে অনেক ব্যর্থতা পেয়েছেন কিন্তু এখনও আশা হারাননি। আপনি চেষ্টা করে যাচ্ছেন এটা হলো আপনার সব চাইতে বড় গুণ। আপনি সফল নন বটে তবে একেবারে ব্যর্থও বলা যায় না। ধৈর্য ধরুন। আশা হারাবেন না। সফলতা আপনি পাবেন।শুভ কামনা রইল।
১৮০ থেকে ২১৯ এর জন্যঃ
আপনি জীবনে অনেক সফল একজন মানুষ। কারণ আপনি জীবনের বাস্তবতা অনেক ভালো করে বুঝে নিয়েছেন। এবং নিজের জীবনের হিসাব অনুযায়ী এগিয়ে যাচ্ছেন। আপনি যথেষ্ট সফল আছেন এরপরও আপনি আপনার উন্নত বুদ্ধিমত্তা দিয়ে জীবনে আরও সফল হতে পারবেন। অভিনন্দন আপনাকে।
২২০ থেকে ২৬০ এর জন্যঃ
আপনি একজন সফল মানুষ কিন্তু আপনার মনোমানসিকতা ভিন্ন ধরণের। আপনি জীবনে সফলতা আনতে যেয়ে অনেক কিছু হারিয়েছেন যা আপনি নিজেও জানেন না। সফলতার পেছনে ছুটতে যেয়ে আপনি আপনার আপন মানুষগুলো থেকে সরে যাচ্ছেন। আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী যা আপনার সফলতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। জীবনে সফলতা আনার চাইতে তা ধরে রাখা অনেক কষ্টকর। নিজের মনোমানসিকতায় পরিবর্তন আনুন, সফলতা ধরে রাখতে পারবেন।

Title: Re: জীবনে আপনি কতটা সফল? নির্ণয় করতে পারেন এই সহজ কুইজ থেকে
Post by: murshida on March 27, 2014, 12:50:38 PM
very interesting
Title: Re: জীবনে আপনি কতটা সফল? নির্ণয় করতে পারেন এই সহজ কুইজ থেকে
Post by: shahanasumi35 on April 03, 2014, 11:35:32 AM
good one for sharing.
Title: Re: জীবনে আপনি কতটা সফল? নির্ণয় করতে পারেন এই সহজ কুইজ থেকে
Post by: R B Habib on April 03, 2014, 01:16:35 PM
Interesting
Title: Re: জীবনে আপনি কতটা সফল? নির্ণয় করতে পারেন এই সহজ কুইজ থেকে
Post by: Md. Al-Amin on April 03, 2014, 02:16:16 PM
Practical implementation can not make good harmony with the calculation.